বৈদ্যুতিক গাড়ির জন্য প্রস্তুত হতে হবে ইউরোপকে
কার্বন নিঃসরণ কমাতে নানা পদক্ষেপ নিচ্ছে উন্নত দেশগুলো। সবচেয়ে বড় পদক্ষেপ হলো ডিজেল বা পেট্রলচালিত গাড়ির ব্যবহার বন্ধ করে বৈদ্যুতিক গাড়ি বা ইভিতে স্থানান্তরিত হওয়া। সে পথেই এখন হাঁটছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পুরোপুরি বৈদ্যুতিক গাড়িতে স্থানান্তরের সঙ্গে সঙ্গে এ প্রযুক্তিতে কর্মীদের প্রশিক্ষিতও করতে হবে।
২০৩৫ সালের মধ্যে গ্যাস ও ডিজেলচালিত গাড়ির ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন। শিল্প গ্রুপ প্লাটফর্ম ফর ইলেকট্রোমোবিলিটি এক প্রতিবেদনে বলছে, বোস্টন কনসাল্টিং গ্রুপের পরিসংখ্যানে বলা হচ্ছে যে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বেড়ে যাওয়ার কারণে ২০৩০ সাল নাগাদ ইউরোপীয় গাড়ি নির্মাণ শিল্পে কর্মীর সংখ্যা ১ শতাংশের মতো কমে যেতে পারে। মূলত জ্বালানিনির্ভরতা থেকে বিদ্যুিনর্ভরতায় যেতে যে সময় লাগবে সে সময়ই এটি ঘটবে।
[IMG]http://forex-bangla.com/customavatars/168317890.jpg[/IMG]
ইউরোপের জন্য গাড়ি নির্মাণ শিল্প এতটাই কৌশলগত যে এর সঙ্গে গোটা বিশ্বেরই বহু মানুষ জড়িত। সে কারণে ইইউ যেন সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে তাদের নীতি অনুসারে কাজ করতে পারে সেদিকটিও মাথায় রাখতে হবে। কর্মীদের নতুন করে অভিজ্ঞ করা ও এটিকে অগ্রাধিকার দেয়া এখন খুব গুরুত্বপূর্ণ।