গত মাসে আমি হঠাৎ করে লোভের ফাদে পা দিয়ে আমার একাউন্ট শেষ করে ফেলেছি।অবশ্য আমার ব্যক্তিগত কিছু প্রবলেম ও ছিল।মাথা অনেক গরম ছিল।আমার উচিত ছিল একটু বিরতি নেওয়ার।কিন্তু আমি বিরতি নিলাম একাউন্ট জিরো হওয়ার পর।আবার ফিরে এসেছি ফরেক্স মার্কেটে।ভালো কিছু করার জন্য।দেখিদেখা যাক কি হয়।