বিশ্বকাপে টিকে থাকতে হলে ওমানের বিপক্ষে আজ জিততে হবে বাংলাদেশকে।
স্কটল্যান্ডের কাছে হারের রেশ এখনও কাটেনি। কিন্তু বিশ্বকাপের ফরম্যাটই এমন যে আরেকটি ম্যাচ দুয়ারে এসে গেছে। যে ম্যাচ হারলে বাংলাদেশের জন্য একরকম বন্ধ হয়ে যাবে পরের রাউন্ডে যাওয়ার দুয়ার। বিশ্বকাপ শুরুর আগে কজন ভাবতে পেরেছিল, ওমানের বিপক্ষে ম্যাচটিই হয়ে দাঁড়াবে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই! প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারার পর এটিই এখন বাস্তবতা।
[IMG]http://forex-bangla.com/customavatars/860787404.jpg[/IMG]
ওমান দলটির প্রায় সবার জন্য ক্রিকেটের লড়াই তাদের জীবন যুদ্ধেরই অংশ। আজকের দিনটি হতে পারে তাদের সবার জীবনে, ওমান ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে স্মরণীয় দিন। দিনের প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে স্কটল্যান্ড যদি প্রত্যাশিত জয় পেয়ে যায়, পরের ম্যাচে বাংলাদেশকে হারাতে পারলেই ওমান নিশ্চিত করে ফেলবে এবারের আসরের মূল পর্বে খেলা।