আমরা প্রায় প্রত্যেকেই মিলিয়নিয়ার হতে চাই!
ব্যর্থ হওয়ার পর হাজারটা অজুহাত লক্ষ জন শুনবে, কিন্তু কেউ আমাকে সফল করে দেবে না। সর্বোপরি আমি ই ব্যর্থ হব। আমি কি পারব আর কি পারব না তা কেবল আমি ই দেখিয়ে দিতে পারব। আমার জীবনের সবকিছু আমাকেই করতে হবে। তাই কার নেগেটিভ ভবিষ্যত বাণী আমি কানে নেইনা।
ইতিহাস আমাকে রচনা করতে হবে না বরং আমাকে নিয়েই ইতিহাস রচিত হবে। জীবন যদি আমার হয়, সফলতা-ব্যর্থতা সবই যদি আমার হয়,তাহলে আমি কি পারব আর পারবন না তার নির্ধারক কেন অন্য কেউ হবে?
৭ বছর থেকে প্রায় ২৫ বছর পর্যন্ত পড়াশুনা করে আপনি যে ১০ হাজার টাকা বেতনের চাকুরি পাবেন এটার নিশ্চয়তা নেই,,, কিন্তু আপনি যদি কষ্ট করে ২ থেকে ৫ বছর শেখার মানসিকতা নিয়ে ট্রেড Practice করেন। আমি বিশ্বাস করি আপনি সফল হবেনই শুধু সফল বললে ভুল হবে। Possible to be a Millionaire. তবে সেই কষ্ট টা কয়জনই বা করতে পারবে..