দেশীয় প্রযুক্তিতে ল্যাম্বরগিনির একটি মডেলের আদলে গাড়ি বানিয়েছেন নারায়নগঞ্জের আকাশ আহমেদ। নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা মাদ্রাসা ছাত্র আকাশ বাবার ইজি বাইকের গ্যারেজে গাড়ির নানা খুঁটিনাটি শেখেন। ২০১৮ সালের ফ্রেব্রুয়ারি মাসে শখের বসে গাড়ির বডি বানানোর কাজ শুরু করেন। ১৪ মাস পরে তৈরি হয় তার গাড়ি। এই গাড়ির বেশিরভাগ অংশ তিনি নিজেই ডিজাইন করেছেন। ল্যাম্বরগিনির মতো দেখতে হলেও গাড়িটিতে ইজি বাইকের ইঞ্জিন সংযোজন করা হয়েছে আর চলে ব্যাটারির মাধ্যমে।