জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও তার দেশের অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় একটি প্রণোদনা প্যাকেজের রূপরেখা ঘোষণা করেছেন। এ প্যাকেজের আয়তন ৫৬ ট্রিলিয়ন ইয়েন বা ৪৯ হাজার কোটি মার্কিন ডলার। এর আওতায় মন্দা হয়ে পড়া ব্যবসা গুলোকে নগদ অর্থসহায়তা দেয়া হবে। যেন মহামারীর ক্ষয়ক্ষতি কাটিয়ে ব্যবসায়ীরা আবার মূল ধারার ব্যবসায় ফিরতে পারে।
[ATTACH=CONFIG]16030[/ATTACH]