আমি ২০১৫ সালে ফরেক্স মার্কেটে প্রবেশ করি।আর প্রথম ডেমো একাউন্ট্ কর ইন্সটাফরেক্স।তবে আমি ফরেক্স মার্কেট এ ডেমো একাউন্ট্ এ প্রাক্টিস করে কিছুই শিখতে পারেনি।শুধু বাই ও সেল ট্রেড ওপেন করা ছাড়া।এরপরেই রিয়েল একাউন্ট্ করি ইন্সটাফরেক্সে।সর বপ্রথম ৫০ ডলার ইনভেস্ট করি।এরপর দুই সপ্তাহের মধ্যে সব লস করে ফেলি।