1 Attachment(s)
Forex ট্রেডিং এ (Stop Loss) SL কেন গুরুতুপূর্ণ ও আমাদের কি সুবিধা প্রধান করে ???
Forex ট্রেডিং এ (Stop Loss) SL কেন গুরুতুপূর্ণ ও আমাদের কি সুবিধা প্রধান করে ???
১। যে কোন ট্রেড এ একাউন্ট কে জিরো হওয়া থেকে রক্ষা করে ভবিষ্যৎ ট্রেডের অকুল সম্ভাবনাকে বাচিয়ে রাখে ।
২।আপনাকে অযাচিত ব্যদনা/টেনশন,উচ্চ রক্ত চাপ প্রেসার থেকে দূরে রাখে ।
৩।রাতে দুসচিন্তামুক্ত ঘুমের নিশ্চয়তা প্রধান করে ।শুধু তাই নয় বাহিরে কাজে যাওয়া ,বাথরুমে যাওয়া ,খাওয়া-দাওয়া পরিবার এর দেখাশুনা করা সবকিছুতে সাহায্য করে ।
৪।আপনার বিগ ব্যলেন্স বা ছোট ব্যলেন্স এর একাউন্টকে মাত্র কয়েক মিনিটে অক্সিজেন ছাড়াই বাচিয়ে রাখতে সাহাজ্য করে ।
৫।আপনাকে হার্ট এটাক ,স্ট্রোক ,বা মৃত্যু থেকে রক্ষা করে ।
৬।বারংবার পুনরায় একাউন্টে ডিপোজিট করা থেকে আপনাকে বিরত রাখে ।
৭।আপনাকে পরবর্তী ট্রেড দেবার জন্য সাহায্য করে ।লস রিকভার করে লাভের পথ সুঘম করে ।
৮।আপনার ব্যক্তিগত কাজে বা চরম বিপদে মুল্ধন থেকে আপনাকে টাকা উত্তোলন করে কাজে লাগাতে সাহায্য করে ।
৯।আপনাকে এই বার্তা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে (Stop Loss) SL দিয়েছ বলে তুমি প্রতিনিয়ত লাভ করছ ও প্রতিকুল অবস্থা থেকে মুক্ত থাকছ।এটাকেই বলে রিস্ক ম্যনেজমেন্ট।
১০।ছোট লট আর এস এল এই দুটিকে পুজি করে রাখ ,একটু অবেহেলায় তুমি শেষ হয়ে যেতে পার ।তাই বহুদূর যেতে হলে (Stop Loss) SL ব্যবহার কর ।অভ্যাস গরে তুল ।
একটি ভুল আরেকটি ভুলকে অনুপ্রেরনা যেন না দেয় মনে রাখবেন ।
আবারো বলছি (Stop Loss) দিতে গরিমসি করবেন না ।
[ATTACH=CONFIG]16566[/ATTACH]