আমার এই মাসের পোস্টের অনুযায়ী বোনাসের পরিমানটা খুবই নগণ্য। এটি আসলে কি জন্য হলো কিছুই বুঝলাম না। ফোরাম কর্তৃপক্ষ ইন্টেলিজেন্ট সিস্টেম দিয়ে পোস্ট গুলো বিবেচনা করে থাকে আর এর উপর ভিত্তি করে বোনাস প্রদান করে থাকে। যায় হোক সমস্যাটা কি শুধু আমার ক্ষেত্রে হয়েছে নাকি আপনাদের ও একই সমস্যা।