রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার যুদ্ধ অবস্থায় অর্থনৈতিক প্রভাব।
বর্তমান বিশ্বের সবথেকে আলোচিত বিষয় হচ্ছে রাশিয়ায় ইউক্রেনের অচলাবস্থা। যেখানে আমেরিকাসহ ইউরোপীয় কান্ট্রি গুলো বলছে যেকোনো সময় ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালাতে পারে। যদিও রাশিয়া বার-বার এমন অভিযোগ প্রতাখ্যান করে আসছে কিন্তু পশ্চিমা দেশগুলো এই যুদ্ধের সংখ্যার কথা বারবার বলছে। যদি দুই দেশের মধ্যকার পরিস্থিতি যুদ্ধের দিকে ধাবিত হয় তবে এর প্রভাব অবশ্যই অর্থনৈতিক ক্ষেত্রে পড়বে। রাশিয়ায় ইউরোপের বেশ কিছু দেশে তেল সরবরাহ করে থাকে এবং যার প্রভাব বিস্তার করতে চাইবে। ফলে তেলের বাজার অস্থিতিশীল হয়ে যাবে। এক পক্ষ আরেক পক্ষকে বিভিন্ন ধরনের অর্থনৈতিক অবরোধে যুক্ত করবে। যুদ্ধ কখনোই সমাধান না আমরা চাই শান্তি আলোচনা সাপেক্ষ সমাধান হোক। ধন্যবাদ।