ফোরাম কর্তৃক বোনাসের লাভের টাকা উত্তোলনের নতুন নিয়ম।
আমরা সকলেই জানি আমাদের ফোরামের একাউন্টের বোনাসের লাভ উত্তোলন করার জন্য বেশ কিছু নিয়ম আছে যা কর্তৃপক্ষ আগে থেকে নির্ধারণ করে দেয়। আমরা এই সকল নিয়ম মেনে ফোরাম অ্যাকাউন্ট পরিচালনা করে থাকি। বর্তমান নিয়ম অনুযায়ী শুধুমাত্র স্কিল নেটেলার এবং পাইজা অ্যাকাউন্ট ব্যবহার করে আপনার বোনাসের লাভ উত্তোলন করতে পারবেন। আমি আমার নিজের ব্যক্তিগত মতামতের ভিত্তিতে স্কিল এবং নেটেলার একাউন্ট কে প্রধান্য দিবো কারণ পাইজা একাউন্ট সম্পর্কে আমি বেশি কিছু জানিনা। আপনাদের ভিতরে কেউ যদি পায়জা একাউন্ট সম্পর্কে বেশি কিছু জানেন তবে আমাদেরকে শেয়ার করতে পারেন।কিন্তু আপনাদেরকে অবশ্যই সকল ধরনের অ্যাকাউন্ট এর ইমেইল এড্রেস একই হতে হবে। আর বোনাস পাওয়ার জন্য আপনাকে ৮ ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।