-
একই ভুল বারবার কেন করি।
আমরা যখন ট্রেডিং করি তখন একই ভুল কেন বারবার করে থাকি। সেই কারণগুলো উদ্ঘাটন করে তার উপরে কাজ করতে হবে। যেমন ধরেন বেশিরভাগ ট্রেডারদের মূল সমস্যা হলো লট নির্বাচন করা। নির্দিষ্ট একটি এনালাইসিস করে এরপর যখন ট্রেডটি সম্পন্ন করা হয় তখন কতো লটে হবে সেটি নির্বাচন করা অতীব জরুরী। কারণ যখন লস হবে তখন আপনার অ্যাকাউন্টটি কে টিকে রাখা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। বিশেষ করে আমাদের মত ছোট ব্যালেন্স ট্রেডারদের। এছাড়া আমরা বিভিন্ন সময় অন্যের প্ররোচনায় পরে বিভিন্ন সিগন্যাল ফলো করে লস করে থাকি। অল্প পরিমাণে লাভ নেই এবং বেশি পরিমাণে লস করে থাকে। গোল্ড অথবা ক্রুড অয়েলের মত হাই পেয়ারগুলো থেকে ট্রেড নিয়ে বিরত থাকতে হবে। কারণ এই পেয়ারগুলো অনেক বেশি মুভমেন্ট করে থাকে। আর এই জন্য আমাদের অল্প ব্যালেন্স দায়ী। সুতরাং আমাদের এই ভুলগুলো থেকে বের হয়ে সামনের দিনগুলোতে সঠিকভাবে এনালাইসিস করে মার্কেটে টিকে থাকার কৌশল অবলম্বন করতে হবে।