ফরেক্স মার্কেটে সফলতার কতটা গুরুত্বপূর্ণ ।
আমরা ফরেক্স মার্কেটে সফলতা নামে সোনার হরিণের পিছনে ছুটছি।কিন্তু সফলতা অর্জন করতে পারছিনা।আমরা একবারোও কি ভেবে দেখেছি কেন এতদিন ফরেক্স মার্কেটে থাকার পরেও আমরা হফল হতে পারছি না।আমরা আমাদের ট্রেডিং এ কি ভুলগুলো করছি যার কারনে আমরা সফল হতে পারছি না।আমরা যদি আমাদের ব্যর্থতার করণ খুজে বের করে সেগুলো সমাধান করতে না পারি।তাহলে ফরেক্স মার্কেটে বছরের পর বছর লেগে যাবে কিন্তু আমরা সফল হতে পারবো না।আমি ফরেক্স মার্কেটে এমনো ট্রেডার দেখেছি এগারো বছর ফরেক্স করেও সফল হতে পারেনি আর এখন সে আর ফরেক্স মার্কেটে নেই।আর এই উদাহরণ বলবে যে ফরেক্স মার্কেটে আমাদের সফলতা কত প্রয়োজন।