ফরেক্স মার্কেটে লস রিকভারির করার কিছু কৌশল।
ফরেক্স মার্কেটে যদিও আমরা বেশির ভাগ ট্রেডার অদক্ষ ও লুজার তারপরেও আমরা যদি কিছু সাধারণ কৌশল অবলম্বন করি তাহলে আমাদের লস ট্রেড রিকভারির করতে পারবো।প্রথমে আপনি যে স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করবেন তার উপর বিশ্বাস রাখতে হবে।আর প্রতিটি ট্রেড মানিমেনেজমেন্ট করে ওপেন করবেন।এতে করে একটা বা দুটো ট্রেড লস হলেও তেমন টেনশনে পরবেনা।যদি ট্রেড লস হয় তাহলে পরবর্তী ট্রেড করার জন্য সময় নিতে হবে।অপেক্ষায় থাকতে হবে যে কখন একটি সুন্দর এন্ট্রি পয়েন্ট আসে।যদি লস রিকভারির করতে তারা করেন আরো বেশি লস করবেন।