1 Attachment(s)
রাশিয়ায় গাড়ি উৎপাদন শুরু করল ফরাসি কোম্পানি।
[ATTACH=CONFIG]17117[/ATTACH]
ফ্রান্সের গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান হনো মস্কোয় অবস্থিত তাদের কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু করেছে। গত মাসে কোম্পানিটি লজিস্টিক সরবরাহ রুটে চাপিয়ে দেয়া পরিবর্তনের কারণে রাশিয়ায় কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছিল। হনোর একজন মুখপাত্র জানান সোমবার থেকে কোম্পানির মস্কোয় অবস্থিত কারখানায় উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। মস্কো কারখানায় হনোর ডাস্টার ক্যাপ্টুর ও আরকানা সিরিজ এবং নিসানের তেরানো সিরিজের বিভিন্ন মডেলের গাড়ি প্রস্তুত করা হয়। ২০০৫ সালে রাশিয়ার মস্কোতে কারখানা চালু করে হনো। মূলত হনো নিসান মিৎসুবিশি জোটের গাড়ি প্রস্তুতের জন্য কারখানাটি চালু করা হয়। বর্তমানে সেখানে হনোর চারটি ও নিসানের একটি সিরিজের গাড়ি প্রস্তুত হচ্ছে। কারখানাটি কতদিন চালু থাকবে জানতে চাইলে হনো মস্কোর একজন মুখপাত্র বলেন গাড়ির উপকরণ ও যন্ত্রাংশ সরবরাহ পরিস্থিতি এখনো প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত আমরা কোনো মন্তব্য করতে চাই না। ফরাসি কোম্পানি হনোর প্রধান শেয়ারহোল্ডার ফ্রান্স সরকার। কোম্পানিটির পরিচালনা পর্ষদ আপাতত রাশিয়ায় আগের মতো উপস্থিতি বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাগুলোর কথা মাথায় রেখে আন্তর্জাতিক আইন মেনে ও ফরাসি সরকারের সাহায্য নিয়ে হনো রাশিয়ায় আগের মতো উৎপাদন ও বিপণন কার্যক্রম চালাবে বলে পর্ষদের সিদ্ধান্ত সম্পর্কে অবগত আছে। এদিকে হনোর মালিকানাধীন আরেকটি গাড়ি প্রস্তুতকারক কোম্পানি অটোভায রাশিয়ায় তাদের দুটি কারখানায় উৎপাদন আংশিক স্থগিত করার ঘোষণা দিয়েছে। অটোভাযের এক বিবৃতিতে বলা হয়েছে ইলেকট্রনিক যন্ত্রাংশ সরবরাহ সংকটের কারণে চলতি সপ্তাহে রাশিয়ার তগলিয়াত্তি ও ইযেভেশক শহরে অবস্থিত কারখানাগুলোয় উৎপাদন কার্যক্রম আংশিক স্থগিত থাকবে।