1 Attachment(s)
ফোরামের নতুন নিবন্ধনে যে সকল সমস্যা।
আমরা সাধারণত ফোরামে একাউন্ট খুলতে হলে প্রথমে নিবন্ধন করে নিতে হবে। ফোরামের নতুন নিবন্ধন করতে কোন সমস্যা হয় না কিন্তু যদি আমরা ইন্সটাফরেক্সের একাউন্টটি ওপেন করি তখন আমাদের এই সকল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিগত এক বছর যাবত এই সকল সমস্যা চলে আসছে যখনই আকাউন্ট অ্যাটাচমেন্ট করা হয় তখনই প্রতারণামূলক কার্যক্রম দেখায়। যদিও আমরা সবাই জানি একজন সদস্য শুধুমাত্র একটি মাত্র একাউন্ট ব্যবহার করতে পারবে। কিন্তু যারা একেবারে নতুন তারা কি আর কখনো ফোরামে এ যোগদান করতে পারবে না।
https://www.instaforex.org/open_live...?x=portalforum
আমরা যদি এখন এই লিংকে প্রবেশ করি তখন আমাদের এই ধরনের ছবি চলে আসে।
[ATTACH=CONFIG]17139[/ATTACH]
তাহলে কি বলা যায় ফোরামের নতুন নিবন্ধন একেবারে বন্ধ হয়ে গেছে। মাননীয় মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটি সুনির্দিষ্ট প্রস্তাব প্রদান করুন যাতে করে আমরা নতুনদের সহযোগিতা করতে পারি। আমরা বিশ্বাস করি ইন্সটাফরেক্সের ফোরাম কার্যক্রম অদূর ভবিষ্যতে ব্যাপক জনপ্রিয় প্লাটফর্মে পৌঁছে যাবে যা হতে পারে নতুনদের জন্য মাইলফলক।