ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে বাড়ি বিক্রি কমেছে
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে বাড়ি বিক্রি নিম্নমুখী হয়েছে। দীর্ঘমেয়াদে বাড়ির সংকট তৈরি হওয়ার পাশাপাশি বাড়ির দামও ঊর্ধ্বমুখী ছিল দেশটিতে। গত মাসে বাড়ি বিক্রি কমার হার ২০২১ সালের ফেব্রুয়ারির পর সবচেয়ে বড় পতন ছিল। খবর রয়টার্স।
গত মাসে দেশটিতে বাড়ি বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ২ শতাংশ কমেছে। তবে বিক্রি কমলেও তা মহামারী-পূর্ব সময়ের থেকে বেশি ছিল। অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল দেশটিতে বাড়ি বিক্রির পরিমাণ ৬১ লাখ ইউনিট কমবে। তবে ফেব্রুয়ারিতে বাড়ি বিক্রির পরিমাণ কমেছে ৬০ লাখ ২০ হাজার ইউনিট।
যুক্তরাষ্ট্রের চারটি অঞ্চলেই বাড়ি বিক্রি কমেছে। ফেব্রুয়ারিতে আগের বছরের তুলনায় বাড়ির পুনর্বিক্রি ২ দশমিক ৪ শতাংশ কমেছে।
বিশ্লেষকরা বলছেন, বন্ধকি ঋণের হার ও বাড়ির দামের ঊর্ধ্বমুখিতা অব্যাহত থাকার পাশাপাশি বিক্রয়যোগ্য বাড়ির সংকটও প্রকট ছিল। ফলে ক্রেতাদের ক্রয়ক্ষমতা কমেছে।
বণিক বার্তা