1 Attachment(s)
আমরা ফরেক্স মার্কেটে কেন এত ট্রেড এন্ট্রি পয়েন্ট খুজি।
ফরেক্স মার্কেটে আমরা অধিক প্রফিট করার আশায় শুধু এন্ট্রি পয়েন্ট খুজে থাকে।ডেলি চার্ট এ ডেলি চার্টে না থাকলে চার ঘন্টার চার্ট এভাবে আমরা পাচ মিনিটের চার্ট এ নেমে যাই।উদ্দেশ্য একটাই ট্রেড করতেই হবে।বসে থেকে সময় নষ্ট করে লাভ কি।অসলে এই ভাবে আপনি প্রতি মাসে কতটাকা ইনকাম করতে পেরেছেন।আমি বলছি আপনি একটাকাও উপার্জন করতে পারেন নাই।আপনি টাকার পিছনে ছুটে ছিলেন।আর টাকা আপনাকে দেখে পালাচ্ছে।আপনি যদি একটি ট্রেডে প্রফিট নিয়ে বসে থাকতে বা ট্রেড করা থেকে বিরত থাকতেন তাহলে আপনার একটি টাকাও লস হত না।আসলে এভাবে ট্রেডের পিছু না ছুটে সফলতার পিছনে ছুটতে হবে।সফল ট্রেডার দের নিয়ম কানুন ফলো করতে হবে।একাধিক ট্রেড এর পিছে না ছুটে একটি ভালো ট্রেড প্রফিট করার জন্য যথেষ্ট।
[ATTACH=CONFIG]17499[/ATTACH]