1 Attachment(s)
ফরেক্স মার্কেটে সঠিক এন্ট্রি পয়েন্ট খুজে বের করাই প্রকৃত সফলতা।
ফরেক্স মার্কেটে আমরা কেউ নতুন আবার কেউ অনেক বছর ধরে এই মার্কেটে আছি।আমরা ফরেক্স মার্কেটে খুটিনাটি বিষয় সবকিছু জানি।এমন কি ট্রেড করার মত একটি স্ট্র্যাটেজি আমরা তৈরি করে নিয়েছি।সব কিছুই ঠিকঠাক।কিন্তু ট্রেড করতে গেলে সবকিছু যেন গেলমেলে হয়ে যায়।আমি আমার স্ট্র্যাটেজি কে কাজে লাগিয়ে ট্রেড ওপেন করেছি।কিন্তু বারবার লস খাচ্ছি।এটা আমরা অনেকটা খুব সাধারণ ব্যাপার হিসাবে মনে করি যে এক দিন এই সমস্যা থেকে কাটিয়ে উঠতে পারবো।কিন্তু বাস্তবতা অনেক টা ভিন্ন।অনেক ট্রেডার আছে যারা ফরেক্স মার্কেট এ সকল বাধা অতিক্রম করে এই পর্যায়ে এসে ঝরে পরে যায়।তাই এটাকা সহজ কোন ব্যপার মনেকরা যাবে না।আসলে আমরা একটি স্ট্র্যাটেজি কি ভাবে ব্যবহার করে শুধু তাই জানি।কিন্তু এটি কোন কোন পয়েন্ট এ করাজ করে সেটা জানি না।অর্থাৎ আমরা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী সঠিক এন্ট্রি পয়েন্ট খুজে বের করতে পারিনা।যার কারনে সফলতার পাবার সিরির শেষ ধাপ থেকে ছিটকে পরছি।আসুন মেধাকে কাজে লাগিয়ে এই সমস্যা থেকে বের হয়ে আসি।
[ATTACH=CONFIG]17508[/ATTACH]