1 Attachment(s)
ফরেক্স মার্কেটে একটি ভালো স্ট্র্যাটেজি কেন কাজ করেনা।
ফরেক্স মার্কেটে আমরা কোন না কোন স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড করে থাকি।কেউ মুভিং এভারেজ দিয়ে ট্রেড করি কেউ বা প্রাইস একশন ট্রেডার আবার কেউ মার্কেট ডাইভারজেনস কাজে লাগিয়ে আবার কেউ নিউজ ট্রেড করে থাকে।এখানে যতগুলো স্ট্র্যাটেজি আছে সবগুলোই ফরেক্স মার্কেটে বেস্ট স্ট্র্যাটেজি।প্র েশনাল ট্রেডাররা এই স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করে হাজার হাজার ডলার ইনকাম করছে।তবে আমরা কেন এই স্ট্র্যাটেজি গুলো ফলো করে প্রফিট করতে পারছিনা।আমরাও তো একই নিয়মে ট্রেড করছি।প্রফেশনাল ট্রেডার ও আমাদের মধ্যে পার্থক্য গড়ে দেয় প্রফিট ও লস দিয়ে।প্রথম কথা হলো আমাদের লসের প্রথম ও প্রধান কারন হলো আমরা সঠিকভাবে স্ট্র্যাটেজি ব্যবহার করতে জানি না।যেমন আপনি মুভিং এভারেজ দিয়ে কনসলিডেশন মার্কেটে ট্রেড করতে পারবেন না।এখন আপনি যদি এই বিষয় টি সমন্ধে না জানেন সেটা আপনার ব্যর্থতা।আবার আপনি যদি ট্রেড ও লেভেন এর বিপরীতে ডাইভারজেনস স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করেন তাহলে লস করবেন।তো সব কথার শেষ কথা হলো আপনি যে স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড করেন না কেন তার ব্যবহার সঠিক ভাবে জানতে হবে।
[ATTACH=CONFIG]17513[/ATTACH]