1 Attachment(s)
যুক্তরাষ্ট্রে আট বছর পর ইভি উন্মোচন করল টয়োটা।
[ATTACH=CONFIG]17538[/ATTACH]
যুক্তরাষ্ট্রের বাজারে সর্বাধিক গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান টয়োটা। জাপানি গাড়ি নির্মাতা সংস্থাটি আট বছর পর প্রথম দেশটিতে পূর্ণ বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) উন্মোচন করেছে। ব্যাটারিচালিত বিজেডফোরএক্স ছোট স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি) বাজারে ছাড়ছে সংস্থাটি। ৪২ হাজার ডলারে দাম শুরু হওয়া এ গাড়ি প্রতি চার্জে ৪০৬ কিলোমিটার পাড়ি দিতে পারে। বিজেডফোরএক্স যুক্তরাষ্ট্রের পাশাপাশি অন্যান্য বাজারেও বিক্রি হবে। গাড়িটি মার্কিন বাজারে বিক্রি হওয়া ৩৮টি ইভি মডেলের সঙ্গে যুক্ত হচ্ছে। ২০২৫ সালের মধ্যে দেশটিতে ১২০টিরও বেশি মডেল বিক্রি করতে চায় টয়োটা। অটো শিল্পের ডাটা সরবরাহকারী প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি গ্লোবাল মোবিলিটির প্রধান বিশ্লেষক স্টেফানি ব্রিনলি বলেন, যদিও এ গাড়িতে রেকর্ড গড়ার মতো রেঞ্জ কিংবা পারফরম্যান্স নেই। তবে বিজেডফোরএক্স গুরুত্বপূর্ণ এ কারণে যে, গাড়িটি কিছু ক্রেতাকে তাদের জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ি ছেড়ে ইভিতে স্থানান্তরিত হতে প্ররোচিত করবে। তিনি বলেন আপনি এমন অনেক ক্রেতা দেখতে পাবেন, যারা এ গাড়ি অন্তত পরীক্ষামূলক হলেও কিনতে আগ্রহী হবেন। তারা নতুন কোনো ব্র্যান্ডের গাড়ি কিনতে ইচ্ছুক নাও হতে পারেন। অনেকেই আছেন যারা টয়োটা ছেড়ে শেভ্রোলেট কিংবা ফোর্ডে যেতে চান না। স্টেফানি ব্রিনলি বলেন, আমরা ক্রমেই বিদ্যুচ্চালিত গাড়ির আধিপত্যপূর্ণ একটি বাজারে পরিণত হচ্ছি। সুতরাং জীবাশ্ম জ্বালানি চালিত মালিকদের নতুন কিছু চেষ্টা করার জন্য বিজেডফোরএক্স অন্যতম পছন্দ হতে পারে। নতুন মডেলটি টয়োটার আরএভিফোরের মতোই দেখতে। আগের মডেলটি যুক্তরাষ্ট্রে পিকআপ ট্রাকের বাইরে সবচেয়ে বেশি বিক্রীত গাড়ি। এটির তুলনায় বিজেডফোরএক্স কিছুটা লম্বা, নিচু ও চওড়া। ২০১৪ সালের পর মার্কিন বাজারে উন্মুক্ত করা এটি টয়োটার প্রথম ইভিও। সর্বশেষ আরএভিফোর মার্কিন বাজারে উন্মুক্ত করেছিল সংস্থাটি। বেশির ভাগ বিদ্যুচ্চালিত গাড়ির মতো বিজেডফোরএক্সও যথেষ্ট দ্রুত। অল-হুইল-ড্রাইভ সংস্করণটি সাড়ে ৬ সেকেন্ড শূন্য থেকে ৬০ মাইল গতিতে ছুটতে পারে। টয়োটা জানিয়েছে, যে অঙ্গরাজ্যগুলোয় শূন্য নিঃসরণযুক্ত গাড়ি বিক্রি বাধ্যতামূলক করা হয়েছে, সেখানে গাড়িটির বিক্রি শুরু করা হবে। পরবর্তী সময়ে দেশজুড়ে গাড়িটি ছড়িয়ে দেয়া হবে। চলতি সপ্তাহে অনুষ্ঠেয় নিউইয়র্ক ইন্টারন্যাশনাল অটো শোতে গাড়িটি প্রদর্শন করা হবে। আগামীকাল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত এ অটো শো জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। টয়োটা বলেছে মার্কিন ক্রেতাদের জন্য ২০২৫ সালের মধ্যে ১৫টি নতুন বিদ্যুচ্চালিত গাড়ি বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে সাতটি বিজেড ব্র্যান্ড রয়েছে। বিজেডের পূর্ণ অর্থ হলো ‘বিয়ন্ড জিরো’ (শূন্যের বাইরে)। আগামী মে মাসে বিজেডফোরএক্স যুক্তরাষ্ট্রের শোরুমগুলোয় পৌঁছবে। সে সময় ক্রেতারা ৭ হাজার ৫০০ ডলারের ফেডারেল ট্যাক্স ক্রেডিট পেতে সারিবদ্ধ হবেন। ফলে গাড়িটি আরো সাশ্রয়ী হয়ে উঠবে। জাপানি গাড়ি নির্মাতাটি আশা করছে, জুনের শেষ পর্যন্ত দুই লাখ গাড়িতে ট্যাক্স ক্রেডিট পাওয়া যাবে। এরপর ট্যাক্স ক্রেডিট পর্যায়ক্রমে শূন্যে নামবে। যেমন এরই মধ্যে টেসলা ও জেনারেল মোটরসের গাড়িতে ট্যাক্স ক্রেডিট শূন্য হয়ে গেছে। গত বছর বিশ্বজুড়ে প্রায় ৪৬ লাখ ইভি বিক্রি করেছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। অটোমোবাইল খাতের পরামর্শক প্রতিষ্ঠান এলএমসি অটোমোটিভ আশা করছে, চলতি বছর ইভির বিক্রি প্রায় ৭০ লাখ ইউনিটে উন্নীত হবে। পাশাপাশি ২০২৫ সালের মধ্যে এ সংখ্যা ১ কোটি ৫০ লাখ ইউনিট ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। যদিও এটি বিশ্বজুড়ে গাড়ি বিক্রির মাত্র ১৫ শতাংশ হবে।