1 Attachment(s)
মার্কেটে আপনি যতটা রক্ষণাত্মক হবেন ততো বেশি সফলতা লাভ করবেন।
ফরেক্স মার্কেটে আপনি যত বেশি মুভ করবেন ততো বেশি বিপদে পরবেন।ফরেক্স মার্কেটে যেমন দ্রুত উন্নতি করার কোন সর্টকাট নিয়ম নেই তেমনি সব সময়ই ফরেক্স মার্কেটে ট্রেড করে সফলতা অর্জন করতে পারবো না।এখানে আপনি যত বেশি রক্ষণাত্মক হবেন ততো বেশি লাভ পাবেন।আপনি মনে করছে সেটা কি ভাবে হবে।ধরুন আপনি ফরেক্স মার্কেটে বেশি একটিভ যার কারনে আপনি বেশি বেশি ট্রেড করেন।আর বেশি বেশি ট্রেড যারা করে তারা ফরেক্স মার্কেটে তেমন সুবিধা করতে পারেন না।আর যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ এর মাধ্যমে ধৈর্য্য ধারণ করে ভালো ট্রেড এর জন্য অপেক্ষা করেন তাহলে আপনি ফরেক্স মার্কেটে বেশি লাভবান হবেন।ফরেক্স মার্কেটে প্রফেশনাল মানের ট্রেডাররা অনেক কম ট্রেড করে কিন্তু প্রফিট বেশি করে।এমনি ট্রেড রানিং অবস্থায় রিক্স কমে ফেলে।
[ATTACH=CONFIG]17541[/ATTACH]