1 Attachment(s)
ফরেক্স মার্কেটে আমরা কেন প্রফিট ধরে রাখতে পারিনা।
ফরেক্স মার্কেটে লস করা খুব সহজ।কিন্তু প্রফিট করা অত্যন্ত কঠিন।ফরেক্স মার্কেটে আমরা এমনিতেই প্রফিট এর চাইতে লস বেশি করি।আবার একটা দুটো প্রফিট করলে তা আবার ধরে রাখতে পারিনা।কিন্তু কেন আমরা প্রফিট ধরে রাখতে পারিনা একবার ভেবে দেখেছেন কি।ফরেক্স মার্কেটে অদক্ষতার কারণে ও নিয়ম না মেনে ট্রেড করার কারনে।ফরেক্স মার্কেটে আমরা যারা নতুন আমরা কোন স্ট্র্যাটেজি ফলো না করেই সামান্য লজিকে ট্রেড করি একারনে বারবার লস করি।আবার আমরা যারা ফরেক্স মার্কেট এ মোটামুটি ভাবে বুঝি আমরা মাঝে মাঝে লোভে পরে নিয়ম না মেনে ট্রেড করে লস করি।আমাদের উচিত ফরেক্স মার্কেটে সঠিকভাবে দক্ষতা অর্জন করে একটি নির্দিষ্ট নিয়ম ফলো করে ট্রেড করা।তাহলেই আমরা কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারবো।
[ATTACH=CONFIG]17642[/ATTACH]