ফরেক্স আপনার কোন কারেন্সি পছন্দের।
আমরা সকলেই জানি ট্রেডিং প্লার্টফর্মে মেজর কারেন্সি বা ক্রস কারেন্সি বা মেটাল, ওয়েল বিভিন্ন ধরনের কারেন্সি থাকে। এখানে সকল কারেন্সি একসাথে এনালাইসিস করে ট্রেড করার মতো ব্যালেন্স আমাদের কারোই নেয়। এই জন্য আমরা চাই যে কোনো এক থেকে তিনটি কারেন্সি বেছে নিয়ে থাকি। যদি আমার কথা বলি, গোল্ড এবং ক্রুড ওয়েলে ট্রেড করতে বেশি পছন্দ করি আর এই জন্য মার্জিন কল খাইতে সময়ও লাগে না। প্রতিবার চেষ্টা করি এইগুলোতে ট্রেড করবো না তবুও আবার ভূল করি বসি। যাইহোক আমার ক্ষেত্রে আমি লোভকে নিয়ন্ত্রণ করতে পারি না। অল্প সময়ের ভিতরে বেশি লাভ করতে যাই। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এই ভূলগুলোকে সংশোধন করার। এছাড়া খুব অল্প ট্রেডই নিয়েছি ইউরো-ইউএসডি, জিবিপি-ইউএসডি এবং জিবিপি-জাপান। আপনারা ঠিক কোন কারেন্সি পেয়ারটি ট্রেড করার জন্য বেছে নেন দয়া করে শেয়ার করুন। তাতে করে আমি সহ সকলেই পেয়ারগুলো নিয়ে এনালাইসিস করার আগ্রহ দেখাবো।