ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান রেকর্ড সর্বনিম্নে
আজ ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান রেকর্ড সর্বনিম্নে নেমে এসেছে। বৈদেশিক বিনিয়োগ সংকোচন ও শেয়ারবাজারে অস্থিরতার কারণে স্থানীয় মুদ্রার অবনমন হয়েছে। খবর স্ট্রেইটস টাইমস।
আজ ডলারের বিপরীতে রুপির মান দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৪৪, যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে গত মার্চে রুপির মান দাঁড়িয়েছিল ৭৬ দশমিক ৯৮। শেয়ারবাজারে পতন অব্যাহত রয়েছে। আজ বেঞ্চমার্ক এসঅ্যান্ডপি বিএসই সেনসেক্স সূচকের পতন হয়েছে ১ দশমিক ৫ শতাংশ।
সম্প্রতি ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই কর্তৃক সুদহার বাড়ানোর পরও রুপির অবনমন ঠেকানো যায়নি। চলতি হিসাবে ঘাটতি আরো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ভারত তাদের প্রয়োজনের প্রায় ৮০ শতাংশ জ্বালানি তেল আমদানি করে। বিশ্ববাজারে জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতি দেশটিতে মূল্যস্ফীতি ও চলতি হিসাবে ঘাটতি বাড়াচ্ছে।
বণিক বার্তা