-
নিরাপদে ট্রেড করুন
বর্তমান এ ক্রিপ্টো কারেন্সি মার্কেট,শেয়ার মার্কেট,ফরেক্স মার্কেট সব কিছু তেই অবস্থা খারাপ,বিনিয়োগকারী রা প্রচুর পরিমান লস এ আছেন,অনেক ট্রেডার তাদের ব্যালেন্স হারিয়ে ফেলেছে এর ভিতর,তাই সবাই ক্রিপ্টো ট্রেডিং থেকে বিরত থাকুন,বিটিসি নিরাপদ অবস্থায় নেই তাই কেউ নতুন করে বিনিয়োগ করতে যাবেন না,মার্কেট আগে পেনিক মুড থেকে নিরাপদে যাক,বিটিসি ভালো পজিশন এ যাবার পর মার্কেট এ থাকুন,সবাই নিরাপদে ব্যালেন্স রাখুন,ট্রেড এর জন্য অনেক সময় পাবেন,ব্যালেন্স হারালে আর পাবেন না,ধন্যবাদ সবাই কে।
-
হ্যাঁ ভাই আপনি যে কথাটি বলেছেন আসলে এ বিষয়টি লক্ষণীয়। আসলে কিছুদিন আগে একটি বড় ধরনের ক্রিপ্টোকারেন্সি বড় ধরনের একটা পতন হয়েছে যার কারণে সারা বিশ্বের 8 থেকে 10 জনের মতো মানুষ সুইসাইট করেছেন। আসলে এটা খুবই মারাত্মক একটা বিষয় ছিল এত বড় একটা কয়েন মার্কেটে এত বড় ধরনের একটি পতন নেমে আসবে তা তারা সহ্য করতে পারেনি যার কারণে অনেক বড় ধরনের পতন ঘটেছে তাদের জীবনে।সে কারণে ব্যর্থতার গ্লানি ধরে না রাখতে পারার কারনে অনেকেই সুইসাইডের পথ বেছে নিয়েছেন।আসলে আমরা দেখতে পাচ্ছি যে কয়েন মার্কেটের অবস্থা খুবই খারাপ এবং এর মার্কেটের অবনতি হওয়ার কিছু কারণ আছে সেগুলো আমরা আলোচনা করব অন্য একদিন কিন্তু এখন মার্কেটের পজিশন খুবই খারাপ তাই কয়েন মার্কেটে ইনভেস্ট করতে যাবেন না। কয়েন মার্কেট এর সবচাইতে বেশি যে কয়েকটি এভেলেবেল ছিল লুনা সেটা আসলে অনেক বড় ধরনের পতন হয়েছে গত পরশুদিন যার কারণে অনেক মানুষই রাস্তায় বসে গেছে এটা মাথায় রেখে যদি আমরা কাজ করি তাহলে হয়তোবা আমাদের বড় ধরনের কোনো ক্ষতি হবে না।
রানিং এই বছরে লুনা সবচাইতে বেশি জনপ্রিয় একটি কয়েন ছিল। এবং এটা অাপ করার কথা ছিল 500 ডলারে। কিন্তু এটা এত বড় ধরনের একটা ক্ষতির মুখে পড়ে যাবেন তা মানুষ কল্পনাও করেননি আসলে লুনা 119 ডলার থেকে নেমে 0.000005 এসে অবস্থান করেছে আজকে। আসলে এটা খুবই খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ মানুষকে ফকির বানিয়ে দিয়েছে আসলে কয়েন মার্কেট সম্পর্কে আপনাদের অবশ্যই সচেতন হওয়া উচিত।
-
অবশ্যই বর্তমানে কারেন্সি পেয়ার ও ক্রিপটো কারেন্সি পেয়ারের এর অবস্থা ভালো না।অনেক ট্রেডার লস করেছে।অনেকে ভেবেছিল মার্কেট এখন আপ ট্রেন্ডে যাবে।কিন্তু কারেন্সি পেয়ারের ও ক্রিপটো কারেন্সি পেয়ারের বিশেষ করে বিটকয়েন তাদের ডাউন্ড ট্রেন্ড এর ধারাবাহিকতা বজায় রেখেছে।আমি গত দুই সপ্তাহে মোটামুটি ভালো একটা প্রফিট করেছিলাম কিন্তু এই সপ্তাহে তা লস করে শেষ করেছি।আমি ট্রেন্ড এর সাথে ট্রেড করেছি।কিন্তু স্টাপলস সঠিকভাবে প্লাস করতে না পারার কারনে জিবিপি ও জাপানি পিয়ারে দুটি ট্রেডে লস করি।বিশাল একটা শিক্ষা হয়েছে।এখন লস রিকভারির করতে একাউন্ট্ শেষ হয় কি না সেই চিন্তায় আছি।
-
আসলে ফরেক্স মার্কেটে নিরাপদে ট্রেড করাটা কোন সাধারণ এর কথা নয় আসলে এটি হলো একটি ঝুঁকিপূর্ণ কারেন্সি মার্কেটে এখানে প্রতিনিয়ত একটি দেশের প্রথম সর্বোপরি প্রতি সেকেন্ডে ওঠানামা করতে থাকে তাই এ সকল বিষয়ে সতর্কতার সাথে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে