ফরেক্স মার্কেট জয়ী হওয়া এতোটা সহজ ব্যাপার না।
ফরেক্স মার্কেটে জয়ী হওয়া বলতে আমি টিকে থাকা কে বুঝিয়েছি।আজ কাল সোসাল মিডিয়া আপনি অনেক প্রফেশনাল মানের ট্রেডারদের পোষ্ট দেখতে পাবেন।যারা অনেক আকর্ষণীয় অফার দিবে।কেউ বলবে পেইড সিগনাল দিয়ে হাজার হাজার ডলার ইনকাম করা যায় আবার কেউ বা আপনাকে তিন মাস ফরেক্স শিখিয়ে হাজার ডলার ইনকাম এর সুযোগ করে দিবে।আর এর ফল সরুপ লোভনীয় স্কীনশর্ট পোস্ট করবে।দেখবেন তাতে পিয়ারে গুলোর নাম মুছে দিবে।আমরা যারা ফরেক্স মার্কেট এ আছি তারা সবাই জানি যে ফরেক্স মার্কেটে সকল ট্রেডার লস করে।তো আপনি ফরেক্স মার্কেটে যত বড় ট্রেডার হন না কেন আপনি তো লস করবেন।তো ভাই আপনারা শুধু লাভ হলে স্কীনশর্ট দেন লস হলে সেগুলোর স্কীনশর্ট দেননা কেন।আপনার সোসাল মিডিয়া ফরেক্স লিলেট হাজার হাজার ভিডিও পাবেন।আর যারা এই ভিডিও গুলো তৈরি করে তাদের মধ্যে শতকরা দুই থেকে তিন জন ফরেক্স মার্কেটে রেগুলার আছে।আর বাকি সব হয় বা কোন সময় ফরেক্স করেছিলো এখানে দারাতে না পেরে সোসাল মিডিয়া কে ইনকামের সোর্স হিসাবে বেছে নিয়েছেন।কারন আফনার সবাই জানেন ইউটিউব বা ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়।আর এরা যে ভিডিও গুলো ছারে তা ব্যাক টেষ্ট ভিডিও।যদি লাইভ মার্কেটে ট্রেড ওপেন করে স্ট্র্যাটেজি বুঝতো তাহলে সব কিছু ক্লিয়ার হত।তবে সবাই এই রকম না।কিন্তু ভালো মানুষের সংখ্যা অনেক কম।ফরেক্স মার্কেটে দক্ষ ট্রেডার এর মত।