পদ্মা সেতু পারাপারের জন্য টোল হার নির্ধারণ করা হয়েছে
সরকার কতৃক নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর অনুমোদিত টোল হার :১. মোটরসাইকেল ১০০ টাকা।২. কার, জীপ ৭৫০ টাকা।৩. পিকআপ ১২০০ টাকা।৪. মাইক্রোবাস ১৩০০ টাকা।৫. ছোট বাস (৩১ আসন/১ রুম) ১৪০০ টাকা।৬. মাঝারি বাস (৩২ আসন/বেশি) ২০০০ টাকা।৭. বড় বাস (৩ এক্সেল) ২৪০০ টাকা।৮. ছোট ট্রাক (৫ টন) ১৬০০ টাকা।৯. মাঝারি ট্রাক (৫-৮ টন) ২১০০ টাকা।১০. মাঝারি ট্রাক (৮-১১ টন) ২৮০০ টাকা।১১. ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) ৫৫০০ টাকা।১২. ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) ৬০০০ টাকা।১৩. ট্রেইলার (৪ এক্সেলের অধিক) ৬০০০+ প্রতি এক্সেল ১৫০০টাকা।
[IMG]http://forex-bangla.com/customavatars/39746043.jpg[/IMG]
পদ্মা সেতুর (মূল সেতু) দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। দুই প্রান্তের উড়ালপথ (ভায়াডাক্ট) ৩ দশমিক ৬৮ কিলোমিটার। সব মিলিয়ে সেতুর দৈর্ঘ্য ৯ দশমিক ৮৩ কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। সেতু চালুর আগে প্রকল্প প্রস্তাব আবার সংশোধন করা হতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।তবে সেতু বিভাগ সূত্রে জানা গেছে, ব্যয় বাড়বে কি না এবং বাড়লে কত বাড়তে পারে, তা এখনো চূড়ান্ত হয়নি।