ফরেক্স ট্রেডিং এ সফল হওয়ার জন্য সাতটি বিষয় আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে
ফরেক্স মার্কেট বিশ্বের সবচেয়ে বড় মার্কেট। এই মার্কেটের ট্রেড ভলিউম বিশাল যা কিনা অন্য কোন ফাইন্যানশিয়াল মার্কেটে দেখা যায় না। যদিও এই মার্কেটে প্রবেশ করা খুবই সহজ কিন্তু টিকে থাকা তার থেকেও কঠিন। এই মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। মাঝেমাঝে যৌক্তিক এবং ধীরগতিতে ট্রেড করে লাভ অর্জন করা খুবই জটিল।
ফরেক্স মার্কেটে ট্রেডাররা কিছু গুরুতর ভুল করে থাকে যা তাদের অবশ্যই এড়িয়ে চলতে হবে।
১.বড় মূলধনের ঝুকি
২.অবাস্তবপূর্ণ ট্রেড প্রত্যাশা
৩.অ্যাভারেজিং ডাউনের প্রক্রিয়া
৪.যথাযথ অবস্থান
৫.নিউজের পরপরই ট্রেডিং অথবা ইভেন্ট ব্রেক আউট এর পর
৬.মার্কেট ক্লোজ হওয়ার আগ মুহূর্তে মার্কেটে প্রবেশঃ
৭.বাধাবিপত্তি এর উপরে ফোকাস না হয়ে স্ট্রাটেজিগুলোতে ফোকাস করুন
উপরের সব কথাগুলো শুধুমাত্র আপনাদের সফল ট্রেডে সহায়তা করার জন্য।