-
আমার এন্ট্রি চেকলিস্ট।
১. ফরেক্স ফ্যাক্টরি এবং মাই-এফএক্স-বুক এর নিউজ দেখি।
২. ট্রার্মিনাল ওপেন করে পেয়ার নির্বাচন করি(মেজর পেয়ারে ট্রেড করার চেষ্টা করি)
৩. পেয়ার কোন ট্রন্ড এ আছে (আপ, ডাউন, সাইডওয়ে)
৪. সাপোর্টার এবং রেজিস্ট্রন্স ড্র করি (H1' H4 and Day চার্ট এ )
৫. কোন প্যাটার্ন এ আছে ( Channel, Reversal pattern , wedge, Flag, Pennant ইত্যাদি দেখি)
৬. টাইম ফ্রেম- (H1, H4 and Day)
৭. কোন এলার্ট এ আছে (পিন বার, দোজি, স্টার, বুলিশ/বেয়ারিশ হারামি, ক্রস এবং এনগালফিং,ব্রেক আউট, রিটেস্ট ইত্যাদি অবশ্যই এই এলার্ট গুলো সাপোর্ট এবং রেজিসটেন্স সংলগ্ন হতে হবে)
৮. মানি ম্যানেজমন্ট অনুযায়ী এন্ট্রি.( 1000$ -H4-0.03, Day-0.02 & Weekly-0.01 Standard lot.)
৯. রিস্ক রিওয়ার্ড রেশিও হিসাব করে -(1:2 minimum) SL & TP. (SL অবশ্যই সাপোর্ট এবং রেজিসটেন্স এর উপর / নিচে ৫/৬ পিপ্স)
১০. ট্রার্মিনাল ক্লোজ।
১১. দিনে ২/৩ বার ট্রার্মিনাল চেক করি, রাত ৯ টা পর্যন্ত ট্রার্মিনালের থাকি।
√কোন ইইন্ডিকেটর ব্যবহার করি না, কারন ইন্ডিকেটর পিছনে থাকে।
√ইন্ট্রাডে ট্রেডিং এর পাশাপাশি স্কাল্পিং করি।
√দুপুর ৩ টা এবং সন্ধ্যা ৬ টার পর এন্ট্রি নিয়ে থাকি।
√উপরের স্ট্রাটেজি অনুযায়ী গত কয়েক মাস ট্রড করছি এবং ভালো আউটপুট পাচ্ছি।
√ট্রেন্ড, সাপোর্ট এন্ড রেজিসটেন্স বেশি প্রাধান্য দেই।
উপদেশ - প্রথমে ট্রেন্ড দেখুন তারপর ভালো করে সাপোর্ট এন্ড রেজিস্টেন্স আঁকুন দেখবেন লস অনেক কমে যাবে।
আমার এন্ট্রি চেকলিস্ট দিলাম, আপনি আপনার স্ট্রাটেজি অনুযায়ী একটি চেকলিস্ট তৈরি করেন।
বি.দ্রঃ আমার চেকলিস্টে কোথাও পরিবর্তন ও পরিবর্ধন করতে হলে বলবেন, যাতে করে আমার স্ট্রাটেজি আরো যথার্থ হয়।।
-
আমি ফরেক্স মার্কেটে এ খুব সহজ ভাবে চিন্তা করে ট্রেড করি।আমি যখন ট্রেড করি নিচের সব বিষয় গুলো মাথায় রেখে ট্রেড করি।
প্রথমে
আমি খুব সকালে মার্কেটে ওপেন করি।আর আমি তিনটি পিয়ারে ট্রেড করি।এই তিনটি পিয়ারে পরিষ্কার চার্ট দেখি।আমি প্রথমে ইউকলি পরে ডেলি চার্ট দেখি।এরপর গুরুত্বপূর্ণ কী লেভেল ও ট্রেন্ড নির্নয় করি।
দ্বিতীয়ত
আমি দেখি চার্ট এ ট্রেড করার মত পরিবেশ আছে কিনা।ডেলি চার্ট এ কোন ক্লু না থাকলে চারঘন্টার চার্ট ও এক ঘন্টার চার্ট থেকে কনর্ফমেশন খুজে বেরকরি।আর যদি কোন ক্লু না থাকে।তাহলে প্রতি চার ঘন্টার পরপর মার্কেটে চেক করি।
তৃতীয়ত
আমি যদি কোন ট্রেড করার মত কোন ক্লু পাই।যেমন সুইং ট্রেড ডাইভারজেনস, বিভিন্ন ধরনের প্যাটার্ন ও প্রাইস একশন সিগনাল ইত্যাদি পাই।তাহলে এরপর ট্রেড এন্ট্রি নেওয়ার টিগার পয়েন্ট খুজে বের করি।
চতুর্থ
আমি অপেক্ষা করি টিগার পয়েন্ট ব্রেক করার জন্য।কারন টিগার পয়েন্ট না ভাঙে তাহলে ট্রেড টি আপনার বিপক্ষে যাবে।এরপর সব কিছু ঠিক থাকলে মানিমেনেজমেন্ট করে এন্ট্রি নেই।এরপর রাতে ঘামানো আগে ট্রেড চেক আপ করি।
বিশেষ দৃষ্টব্য
আমি ফরেক্স মার্কেট ইন্ডিকেটর ব্যবহার করি।এটি আর ব্যবহার করি ডাইভারজেনস নির্নয় এর জন্য আর ৫১ মুভিং এভারেজ ব্যবহার করি ডায়নামিক সাপোর্ট লেভেল ও রেসিসটেন্স লেভেল নির্ধারণ এর জন্য।
-
আসলে আমাদের মার্কেটে ট্রেড করার আগে ভালভাবে আনাল্যসিস করা দরকার। ট্রেডিং জন্য আপনাকে আনাল্যসিস করে এমন এমনমুহূর্ত বের করে নিতে হবে যেখানে আপনি অন্তত ৭০% নিশ্চিত হতে পারবেন যে আপনি প্রফিটের সাথে ট্রেড ক্লোজ করতে পারবেন। এই ক্ষেত্রে আমি বলব যে প্রাইস অ্যাকশান স্ট্রেটেজি খুবই কার্যকর। আর একটি ট্রেড থেকে যদি ৫০-৭০ পিপ্স পফিট করা যথেষ্ট। আমরা অনেকে আছি যারা লোভে পরে আরো বেশী প্রফিট করা জন্য ট্রেড ওপেন রাখি পরে লস করে অ্যাকাউন্ট ০ তে নামিয়ে দেই। তাই ট্রেড করার আগে আমাদের আনাল্যসিস করতে হবে, এবং স্থির করতে হবে কখন এন্ট্রি নিতে হবে এবং কখন ক্লোজ করতে হবে।