ফোরামে কেন রেগুলার পোস্ট করি না।
ফোরামে আমরা সবাই পোষ্ট করি কিছু ডলারের জন্য।যা দিয়ে আমরা আমাদের ট্রেডিং দক্ষতা বৃদ্ধি এর পাশাপাশি প্রফিট করতে পারি।কিন্তু আমরা ফোরামে আর পোস্ট করি না।আবার কিছু দিন পরে আবার মনোযোগ দিয়ে পোস্ট করি।আমরা সবচাইতে বেশি পোস্ট করি যখন আমাদের একাউন্ট জিরো হয়।আবার যখন আমাদের একাউন্টে ডলার থাকে তখন আমরা পোস্ট করার ইচ্ছা হারিয়ে ফেলি।আসলে আমরা লাভ করলেও এক্টিভ থাকিনা।তবে লস করলে আবার উঠে পরে লাগি।বাস্তবে আমি নিজেও এই কাজ গুলো করে থাকি।তবে এখন আমি এই কাজ করিনা।আমি নিয়মিতভাবে ফোরামে পোস্ট করি।সেটা একটা পোস্ট হলেও করি।আমাদের আর একটি কমন সমস্যা হলো আমরা অন্যের পোস্ট গুলো না পড়েই কমেন্টস করি।এ জন্য একে অন্যের পোস্ট গুলোর সাথে মিল থাকে না।আর এই কাজ টি করার জন্য আমরা অনেক পিছিয়ে পড়ছি।আমরা অন্যের পোস্ট গুলো কে যদি একটু গুরুত্ব সহকারে পড়তাম তাহলে ফরেক্স বিষয়ে আরো অনেক জ্ঞান সমৃদ্ধ হত।ফোরামে অনেক ছিনিয়ার ভাই আছে যাদের পোস্ট গুলোতে অনেক শিক্ষানীয় বিষয় আছে।যা রিয়েল মার্কেটে ট্রেড করতে অনেক সহয়তা করে।কিন্তু আমরা শুধু বোনাস এর পিছনে পড়ে আছি।বোনাস নিচ্ছি কিন্তু বোনাস টিকে রাখার জ্ঞান অর্জন করছি না।এভাবে চলতে থাকলে একশত পারসেন্ট আমরা ফরেক্স মার্কেটে থেকে ঝরে যাবো।যার প্রমান আমাদের ফোরামেই আছে।