বছরে ৪৭২ পাউন্ড বেতন হারাচ্ছেন ব্রিটিশ কর্মীরা
ব্রেক্সিট কার্যকরের পর থেকেই নানামুখী প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাচ্ছে যুক্তরাজ্য। সংকুচিত হয়েছে বৈদেশিক বাণিজ্যের পথ। নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়েছে কর্মীদের উৎপাদনশীলতা ও মজুরি। সবমিলিয়ে আরো ভয়াবহ হচ্ছে জীবনযাত্রার সংকট। নতুন একটি গবেষণায় দাবি করা হয়েছে, ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্যের প্রত্যেক কর্মী প্রতি বছর গড়ে ৪৭২ পাউন্ডেরও বেশি বেতন হারাচ্ছেন। ২০৩০ সাল পর্যন্ত এ ক্ষতি অব্যাহত থাকবে। ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে এ অনুমান করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ান।
ব্রিটিশ থিংকট্যাংক রেজল্যুশন ফাউন্ডেশন ও লন্ডন স্কুল অব ইকোনমিকসের (এলএসই) শিক্ষাবিদরা এ গবেষণা পরিচালনা করেছেন। ইইউ থেকে বেরিয়ে আসা নিয়ে অনুষ্ঠিত গণভোটের ছয় বছর পরের প্রতিবেদনটিতে বলা হয়েছে, ব্রেক্সিট বিশ্বমঞ্চে যুক্তরাজ্যের রফতানির প্রতিযোগিতাকে ক্ষতিগ্রস্ত করেছে। ঠিক যেভাবে কভিড-১৯ মহামারী ও ইউক্রেনে রুশ আগ্রাসনের ফলে সৃষ্ট রেকর্ড মূল্যস্ফীতি মোকাবেলায় বাধ্য করা হচ্ছে। ফলে একটি কম উন্মুক্ত গ্রেট ব্রিটেন দরিদ্র ও কম উৎপাদনশীল হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বণিক বার্তা