বাজারে ফরেক্স গুরুর অভাব নেই।
ফরেক্স মার্কেটে দিন দিন খুব জনপ্রিয় হয়ে উঠেছে।এই জনপ্রিয়তার পিছনে একটা সূত্র কাজ করছে।সেটা হল ফরেক্স হচ্ছে স্বাধীন ব্যবসা এবং এর কাজের জন্য অন্যের উপর নির্ভর করতে হবে না।আর এই সুযোগে কিছু ধোকাবাজ লোক নিজেকে বড় মাপের ফরেক্স গুরুর হিসাবে পরিচয় দিয়ে অনলাইনে প্রতারনার জাল পেতে আছে।এর মধ্যে পচানব্বই ভাগেই ইউটিউবার।এরা ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য ফরেক্স মার্কেটে সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও বানাচ্ছে।আর ভিডিওর টাইটেল দেখে সবাই এই প্রতারনার ফাদে পরে হাজার হাজার ডলার লস করছে।ওমুক ইন্ডিকেটর তমুক ইন্ডিকেটর ওমুক স্ট্র্যাটেজি তমুক স্ট্র্যাটেজি দিয়ে একশত পারসেন্ট লাভ ইত্যাদি ভিডিও তৈরি করে নবিশ ট্রেডার দের মগজ ধোলাই করছে।মার্কেট ব্যাকটেস্ট ভিডি অনেক বানানো যায়।যদি লাইভ ট্রেড ওপেন করে স্ট্র্যাটেজি অনুযায়ী ভিডিও মেক করতে বললে সব হাওয়া হয়ে যাবে।এই ধরনের ভন্ড ফরেক্স গুরুর থেকে বাচার একটা উপায় হল।আপনি তাদের বলবেন একমাস এর লাইভ এন্ট্রি শেয়ার করতে।যদি তারা সৃটা করে।তাহলে পঞ্চাশ হাজার টাকা দিয়ে তার কাছে ফরেক্স শেখা উত্তম।আমি এই রকম এক ভন্ড কে পেয়েছিলা।সবসময়ই সে ফেসবুকে প্রফিট স্কীনশর্ট দেখায়।আমি তাকে বললাম আপনি আমাকে ফরেক্স শেখান।আমি আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিবো।কিন্তু শর্ত থাকবে আপনি একমাস আপনার লাইভ এন্ট্রি ফেসবুকে শেয়ার করবে।সে আমাক বললো ইনবক্সে আসেন।কিন্তু তার কথা ইনবক্স এর মধ্যে সীমাবদ্ধ ছিলো।।