আমরা কেন প্রফিট্যাবল ট্রেড করতে পারিনা?
আমরা সবাই যদি এভাবে প্রফিটেবল ট্রেড করতে পারতাম তাহলে সবাই মানসিকভাবে অনেক চাঙ্গা থাকতাম৷অথচ বাস্তবে আমরা ধৈর্যের অভাবে অনেকেই প্রায়ই লস করতে থাকি৷আসলে ফরেক্স মার্কেটে সঠিকভাবে অ্যানালাইসিস করা যেমন গুরুত্বপূর্ণ বিষয় ঠিক তেমনি ভাবে নিজের ধৈর্যকে নিয়ন্ত্রণ করাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়৷আমরা যখন অ্যানালাইসিস করে ট্রেডে এন্ট্রি করে থাকি তখন প্রাইস প্রায়ই আমাদের ট্রেডের বিপরীতে গিয়ে আবার পুনরায় ফিরে আসতে থাকে ফলে শুরুতে অনেক লসে গেলেও আবার তা প্রফিটের দিকে ফিরে আসতে থাকে৷এজন্য অত্যন্ত ধৈর্য সহকারে মার্কেট মুভমেন্ট দেখতে হয় এবং প্রফিটের আশায় অপেক্ষা করতে হয়৷আমাদের কোনো ট্রেড লসের দিকে গেলে সহজে কেউ ঘাবড়াবেন না এবং হতাশ হওয়া উচিত নয়৷