যে সকল পেয়ারগুলোতে ট্রেড করা নিরাপদ।
eur/usd,gbp/usd,usd/jpy,aud/usd,nzd/usd,usd/cad,usd/chf,eur/jpy,gbp/jpy৷এইসব পেয়ার গুলোর মধ্যে সর্বাধিক usd/jpy-পেয়ারে ট্রেড করি৷আমি এই usd/jpy পেয়ারে ট্রেড করে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি কারণ এই পেয়ারটি মার্কেটে সর্বাধিক ওঠানামা করে থাকে৷আমি প্রথম দিকে eur/usd পেয়ারে বেশি বেশি ট্রেড করতাম৷তখন দেখতাম usd/jpy,eur/jpy,gbp/jpy পেয়ারগুলো খুব বেশি ওঠা-নামা করে এবং খুবই ঝুঁকিপূর্ণ পেয়ার৷তাই এই পেয়ারগুলোর প্রতি আগ্রহ বেড়ে যায়৷হাই ভলাটিলিটির কারনে এখন এই usd/jpy পেয়ারে ট্রেড করি৷তবে নতুনদের জন্য-অনভিজ্ঞদের জন্য শুরুতে usd/jpy-পেয়ারে হাত দেওয়া উচিত নয়৷