উভয়মূখী ট্রেড আপনার জন্য ক্ষতিকর।
উভয়মুখী ট্রেড করে আমি অনেক সময় ক্ষতির সম্মুখীন হয়েছি আসলে আমি প্রথমে একটা ট্রেড ওপেন করেছি। এবং পরবর্তীতে আমি দেখলাম যে আমার Trad অনেক টা লস হয়ে গেছে তখন আমি বিপরীতমুখী একটি ট্রেড ওপেন করেছি।অামার লসটা তখন মাঝামাঝি পর্যায়ে থেকে গিয়েছে এই ধরনের Trad এ ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া কোন ধরনের সুফল ভোগ করতে পারিনা।তাই আমি মনে করি এ ধরনের ট্রেড থেকে বিরত থাকা উচিত।
এবং ফরেক্সে কাউন্টার ট্রেড বলতে সেভ পেয়ারে একই সাথে উভয়মুখী ট্রেড করাকে বোঝায়। ফরেক্স মার্কেটে একই সাথে উভয়মুখী ট্রেড নেয়া ঠিক নয়। এটা আপনার ব্যালেন্স এর উপরে বিরূপ প্রভাব ফেলতে পারে। তাতে করে হয়তো আপনি দু-একটি ট্রেডে ভালো করতে পারেন কিন্তু এভারেজে অনেক বড় লস করার পসিবিলিটি আছে। দেখা গেল একদিকের ট্রেডে আপনি কিছু প্রফিট নিয়ে ক্লোজ করে দিলেন এবং লসে থাকা ট্রেডটি আগের জায়গায় ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকলেন কিন্তু দেখা গেল আগের জায়গায় ফিরে না আসে মার্কেট একই দিকে যেতে থাকলো এবং অনেক বড় লস হলো তখন আপনি বড় বড় এমাউন্টের লস নিয়ে ট্রেডটি ক্লোজ করলেন। সামগ্রিকভাবে লসের পাল্লাই তখন ভারী হয়ে যায়।
তাছাড়া বোনাস একাউন্টের ক্ষেত্রে উভয়মুখী ট্রেড নেয়ার সুযোগ নেই। তাতে করে কর্তৃপক্ষ আপনার একাউন্ট ব্যান করে দিতে পারে। তবে আপনি যদি রিয়েল অ্যাকাউন্ট ব্যবহার করেন তাহলে উভয়মুখি ট্রেড নিতে পারবেন।