-
বোনাস সম্পর্কিত সমস্যা
কিছুদিন দরে বোনাসের সমস্যা লক্ষ করতেছি।প্রতি মাসের বোনাস তার পরবর্তী মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে দেয়া হতে তবে এখন আমাদের দেয়া হচ্ছে না। জুলাই মাসের বোনাস এখনো পেলাম না আজ আগস্ট মাসের ২৫ তারিখ হয়ে গেলো।কোউ কি কোন আপডেট দিতে পারেন।মডারেটদের দৃষ্টি আকর্ষণ করছি যেন সঠিক সময়ে বোনাস টা সঠিক সময়ে পেতে পারি তাতে আমারা অনেক উপকৃত হবো।
-
না গতমাসের বোনাস এখনো পাই নি। তবে আমি ফোরামের মডারেটরের সাথে এই বোনাসের ব্যাপারে জানিয়েছিলাম। তারা বলল যে বোনাস শীঘ্রই চলে আসবে তবে কোন সুনির্দিষ্ট তারিখ বলেন নি। মোডারেটর বলেছে যে ইন্সটাফরেক্সেকে কে এই বিষয়ে অবগত করেছে এবং তারাতারি বোনাস অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছে। দেখা যাক কি হয়। আসলে এই ধরনের মাঝের মধ্যে হয়ে থাকে। তাই উত্তোজিত না হয়ে আমাদের ধৈর্য ধরা উচতি। আসলে আমরা এই ফোরামে লেখালেখি করি নিজের অভিজ্ঞতা শেয়ার করতে এবং অন্যদের থেকে কিছু শিখতে। তাই আমাদের প্রধান লক্ষ্য বোনাস নেয়া জন্য না হয়ে ভাল ভাল কন্টেন্ট লিখে এই ফরেক্স কমিউনিটিকে আরো সমৃদ্ধ করা দরকার যাতে করে নতুনরা এসে কিছু শিখতে পারে।
-
আসলে আপনি যে বোনাস সম্পর্কিত সমস্যাটির কথা বলেছেন সেটা আসলেই ভাবার বিষয় গত কয়েক মাস যাবত বোনাস পেতে একটু দেরি হচ্ছে। এটা আপনি সঠিক বলেছেন কিন্তু আমরা এটাকে বড় ধরনের সমস্যা মনে করিছি না।কারণ এই সমস্যার সমাধান দেয়ার জন্য সম্মানিত মডারেটরগণ আছেন এবং তারা খুব দ্রুত সমস্যার সমাধান দিবেন বলে আশা করছি। এবং তারা খুব একটিভ ভাবে আমাদের জন্য প্রতিনিয়ত কাজ করছেন।তবে আমি যেটা মনে করি বোনাসের দিকে নজর না দিয়ে যদি আমরা মানসম্মত পোস্ট করতে পারি তাহলে আমাদের বোনাসের পরিমাণ বাড়বে। আসলে আমরা ফোরামে পোস্ট করেছি সেগুলা মানসম্মত না যার কারণে আমরা অনেক কম বোনাস পাই এবং এই কম বোনাস পাওয়ার কারণে আমরা যে বোনাস পাচ্ছি সেটা সঠিকভাবে কাজে লাগাতে পারছি না। কারণ ফরেক্স মার্কেট অনেক বড় একটা মার্কেট ট্রেড করতে গেলেও আপনার মূলধনের প্রয়োজন একটু বেশি।
তাই আমরা যদি মানসম্মত পোস্ট করতে পারি তাহলে আমাদের বোনাসের পরিমাণ বাড়বে বলে আমি আশাবাদী এবং এই বোনটাকে আমরা সঠিকভাবে যদি কাজে লাগাতে পারি তাহলে আমাদের এখান থেকে প্রফিট করতে সক্ষম হব কিন্তু আমাদের সেজন্য মানসম্মত পোস্টের দিকে গুরুত্ব দিতে হবে।
-
বোনাস, বোনাস, বোনাস
বোনাস হল মজার জিনিস, আপনি না পেয়ে দুঃখি, আমি না পেয়ে খুশি।
-
আমাদের বাংলা ফোরামের বোনাস সম্পর্কিত সমস্যা দীর্ঘদিন থেকেই রয়েছে। একটা নির্দিষ্ট সময় বাংলা ফোরামে পর্যাপ্ত বোনাস এবং নির্দিষ্ট সময়ে বোনাস প্রদান করা হতো। কিন্তু কালের বিবর্তনে আজ সব অমলিন হয়ে গেছে বোনাসের সংখ্যা অত্যন্ত কম পাশাপাশি নির্দিষ্ট ডেটে না দেওয়া এটা বড় সমস্যা। তবে আমরা আশা করব এই সমস্যা দ্রুতই সমাধান হবে এবং পুনরায় যথাসময়ে বোনাস প্রদান করবে এজন্য আমাদেরকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে।