Bangla Forum এ নতুন কিছু সদেস্য দেখতে পাচ্ছি।
গত কয়েক মাস যাবত বাংলা ফোরামে নতুন কিছু সদস্য দেখতে পাচ্ছি এবং তারা অনেক ভাল পোস্ট করছে কিন্তু আমি তাদের কাছে জানতে চাচ্ছি যে তারা কি তাদের একাউন্ট সঠিকভাবে এটাস্ট করতে পেরেছে। এবং তারা কি তাদের একাউন্টে বোনাস এড হচ্ছে যদি কেউ আমার এই পোস্টটি দেখে থাকেন তাহলে এটার সঠিক ভাবে Answer দিবেন।
তাহলে বাংলা ফ্রম এ কিছু নতুন সদস্যদের মুখ দেখা যেত এবং অনেকে যদি একসাথে কাজ করা হয় তাহলে ফ্রম টাও খুব ভালোভাবে একটিভ হত। সবাই সবসময় পোস্ট করলে নিত্যনতুন পোস্টে আমাদের অভিজ্ঞতা বারত বলে আমি মনে করি।