প্রথম সাত মাসে চীনের শিল্প মুনাফায় পতন
চীনজুড়ে দেখা দিয়েছে খরা। তীব্র দাবদাহের কারণে বেড়ে গিয়েছে বিদ্যুতের চাহিদা। যদিও খরার কারণে ব্যাহত হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন। বিদ্যুৎ ঘাটতিতে কার্যক্রম বন্ধ করতেও বাধ্য হয় দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কারখানাগুলো। পাশাপাশি এখনো কভিডজনিত প্রতিবন্ধকতা অব্যাহত রয়েছে। বারবার কভিডজনিত লকডাউন ও বিধিনিষেধের কারণে বিভিন্ন শহরে স্থবিরতা তৈরি হয়। এ অবস্থায় চীনের শিল্প মুনাফায় পতন অব্যাহত রয়েছে। গত মাসে এ খাতের মুনাফার পরিমাণ ব্যাপক হারে কমে গিয়েছে। খবর রয়টার্স।
গতকাল ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস (এনবিএস) জানিয়েছে, চলতি বছরের প্রথম সাত মাসে শিল্পোৎপাদন খাতের মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ১ শতাংশ কমেছে। যদিও বছরের প্রথমার্ধে মুনাফার পরিমাণ ১ শতাংশ বেড়েছিল। জুলাইয়ে এ মুনাফায় বড় পতন পুরো সাত মাসের প্রবৃদ্ধি মুছে দিয়েছে। যদিও দেশটির পরিসংখ্যান সংস্থাটি গত মাসের একক পরিসংখ্যান প্রকাশ করেনি। এ হিসাবে বার্ষিক ২ কোটি ইউয়ান (৩০ লাখ ডলার) আয় করা প্রতিষ্ঠানগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
নতুন করে কভিডের সংক্রমণ দেখা দেয়ায় শেনজেন ও তিয়ানজিনের মতো প্রধান উৎপাদন কেন্দ্রগুলোয় কারখানা কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। গত মাসে দেশটির শিল্পোৎপাদন ৩ দশমিক ৮ শতাংশ বেড়েছে। যদিও জুনে এ হার ৩ দশমিক ৯ শতাংশ ছিল।
বণিক বার্তা