অতি দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমারা ফোরামের সদস্যগন গত জুলাই মাসের বোনাস পাই নাই। ফোরামের রুল অনুসারে প্রতি মাসের বোনাস পরবর্তী মাসের ১০-১৫ তারিখে প্রদান করা হতো তবে বেশ কিছু মাস ১৭-২৯ তারিখে দেয়েছে তার কারন হয়তো ছিল আপডেটের জন্য তবে গত মাসে জুলাই মাসের কোন বোনাস প্রদান করাই হয় নাই আজ সেপ্টেম্বর মাসের ১২ তারিখ হয়ে গেছে জুলাইয়ের বোনাস তো বকেয়া রইলোই আগস্ট মাসের তাও পাওয়া যায় নাই। ফোরদমের মডারেটর রাও কোনরূপ নির্দেশনা ও দেয় নি এমতা বস্থায় কি করনীয় বলে করেন সবাই?