1 Attachment(s)
গুগল ও মেটাকে ৭ কোটি ১০ লাখ ডলার জরিমানা
ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও এর ব্যবহার নিয়ে বেশ বিপদেই আছে প্রযুক্তি জায়ান্ট গুগল ও মেটার মতো প্রতিষ্ঠানগুলো। বিশ্বের বিভিন্ন দেশের ব্যক্তিগত তথ্য সুরক্ষা কমিশন ও অ্যান্টিট্রাস্টে মতো নিয়ন্ত্রক সংস্থাগুলো গুগল ও মেটার একচেটিয়া বিজ্ঞাপননীতি ও অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তা ব্যবহার নিয়ে নাখোশ। এ নিয়ে কয়েকটি দেশে মামলাও হয়েছে। এবার গুগল ও মেটাকে ৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার জরিমানা করেছে দক্ষিণ কোরিয়া। ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তাঁদের অনুমতি ছাড়াই বিজ্ঞাপন দেখানোর জন্য আজ বুধবার দেশটির ব্যক্তিগত তথ্য সুরক্ষা কমিশন এ জরিমানা করে। দেশটিতে তথ্য সুরক্ষার ক্ষেত্রে এটাই সর্বোচ্চ জরিমানা। দক্ষিণ কোরিয়ার ব্যক্তিগত তথ্য সুরক্ষা কমিশন বলেছে, তারা মার্কিন দুটি প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে তদন্ত করেছে। এতে দেখা গেছে, দক্ষিণ কোরিয়ার ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে গুগল ও মেটা। ব্যবহারকারীরা যেসব ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, তা–ও পর্যবেক্ষণ করা হয়। কিন্তু এ ক্ষেত্রে গুগল ও মেটার তথ্য সংগ্রহ ও তা ব্যবহারের বিষয়টি ব্যবহারকারীকে পরিষ্কারভাবে জানানো হয় না। এ কারণে গুগলকে ৪ কোটি ৯৭ লাখ মার্কিন ডলার ও মেটাকে ২ কোটি ২১ লাখ ডলার জরিমানা করা হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, দক্ষিণ কোরিয়ার ৮২ শতাংশ গুগল ব্যবহারকারী ও ৯৮ শতাংশ মেটা ব্যবহারকারী কোনো কিছু না বুঝেই তাঁদের তথ্য অনলাইনে ব্যবহারের জন্য অনুমতি দিয়ে দেন।
[ATTACH=CONFIG]18219[/ATTACH]