সিঙ্গেল ট্রেডে একাউন্ট শেষ।
ফরেক্স মার্কেটে আমরা সবাই এই ভুলটা অনেক বার করে থাকি।ফরেক্স মার্কেট হচ্ছে রুল ও দক্ষতার সাথে পরিচালনার করার মার্কেটে।এখানে একটি ভুল আপনাকে মার্কেটে থেকে বের করে দিতে পারে।আমরা সচারচ এই ভুল গুলো করে থাকি।ফরেক্স মার্কেটে একটা দুটো ট্রেড লস হলে মাথা খারাপ হয়ে যায়।লস রিকভারির ভূত মাথায় চেপে বসে।এরপরেই আমরা চুরান্ত ভুলটা করে থাকি।একটি সিঙ্গেল ট্রেডে একাউন্ট্ শেষ করি।সাধারণ একটি ট্রেড আমাদের একাউন্ট্ শূন্য নেমে ফেলে।আমার একাউন্ট্ একশত ডলার আছে।তাহলে আমি একটা ট্রেডে কেন পঞ্চাশ ডলার রিক্স নেব।এই ভুলগুলো করার কারনে আমরা বারবার ফরেক্স মার্কেটে ব্যর্থ হই।