ফোরামে আপনি যে পোস্ট গুলো করেন তা ফোরামের অন্য সদেস্যর জন্য কতটুকু সহায়ক
আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে এই ধরনের পোস্ট ফোরামে করবো।আমার এই পোস্ট ফোরামে সকল সদস্য ভাইদের ছোট করার জন্য করছিনা।এই পোষ্ট টা পড়লে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন।আমি ফোরাম কে মনে করি ফরেক্স শেখার একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি সমৃদ্ধ ভান্ডার।এখানে অনেক ভাই আছে যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনিনা।তারা ফোরামে যে পোস্ট গুলো করে তা আমি খুবমনে যোগ দিয়ে পড়ি।কারন তাদের পোস্ট গুলো খুবিই এডভান্স লেভেল ও ফরেক্স মার্কেটে দক্ষতা বাড়ানোর জন্য যথেষ্ট সহায়ক।আর আমি সব সময়ই সবার পোস্ট গুলো পড়ি এবং সেগুলোর উত্তর দিই।কিন্তু ফোরামের বেশির ভাগ সদস্য লক্ষ্য করে দেখেছি যে তারা ফোরামে যে পোস্ট গুলোতে উত্তর দেয়।তা অন্যের পোস্ট থেকে অনেক আলাদা।এতে বুঝা যায় তারা পোস্ট গুলো না পড়েই কমেন্টস করে।এজন্য তাদের পোস্ট গুলো কোন মিল থাকেনা।আমি ফোরামে পোস্ট করি তা সম্পূর্ণ আমার বাস্তব অভিজ্ঞতা থেকে একটুও বাহিরে না।হয়তো বা প্রথমের দিকে আমার পোস্ট গুলো তেমন সহায়ক ছিলো না।কিন্তু এখন আমি চেষ্টা করি ফরেক্স মার্কেট এ আমার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার জন্য।কিন্তু দুখের বিষয় হলো বেশির ভাগ সদেস্যরা পোস্ট গুলো না পড়ে বিপরীত কমেন্টস করে বসে।যা সত্যিই দুঃখজনক।ফোরামে আমাদের উচিত আমরা যে পোস্ট গুলো করবো তা সম্পূর্ণ জ্ঞানমূলক।যা অন্য সদস্যরা পড়ে কিছু শিখতে পারবে।কিন্তু আমরা শেখার জন্য না আমাদের লক্ষ্য বোনাস।এই জন্য যতো দ্রুত পোষ্ট করা যায় ততোই ভালো।কিন্তু বাস্তবে আপনাদের পোষ্ট থেকে অন্য সদেস্য কেমন সুবিধা লাভ করবে আমরা নিজেরাও জানিনা।আমরা ফোরাম থেকে হাজার হাজার ডলার নিয়েছি কিন্তু এই বোনাস ডলার টিকে রাখতে পেরেছি।পারিনি।এই বোনাস ডলার টিকে রাখতে না পারার কারন হলো অদক্ষতা।আর এই দক্ষতা অর্জন করতে হলে আরো ভালো মানের পোস্ট ফোরামে করতে হবে যাতে করে নিজে ও অন্যান্য সদস্যদের উপার হয়ব