ভারতীয় রুপির রেকর্ড দরপতন
মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন হয়েছে আজ বুধবার। তবে রুপির দরপতনের বিষয়টি বোঝাতে রেকর্ড শব্দটা ক্লিশে হয়ে যাচ্ছে। কারণ, প্রতি মাসেই অন্তত কয়েকবার রুপির দর অভূতপূর্বভাবে কমে যাচ্ছে। এক ডলারের বিনিময়ে এখন ৮২ দশমিক ৯৫ রুপি পাওয়া যাচ্ছে। রুপির দরে এর আগে এতটা পড়েনি। সম্প্রতি আইএফএ গ্লোবাল রিসার্চ একাডেমি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। সে কারণে পড়ছে রুপির দাম। তাদের দাবি ছিল, এত দিন আরবিআই সঞ্চয় খরচ করে কোনোমতে পরিস্থিতি ঠেকিয়ে রেখেছিল, কিন্তু এখন তা আর সম্ভব হচ্ছে না।
[IMG]http://forex-bangla.com/customavatars/42259116.jpg[/IMG]