ট্রেড অপেন করার সময় লক্ষ্যনীয় বিষয়সমুহ
	
	
		ট্রেড অপেন করার সময় লক্ষ্যনীয় বিয়য়সমুহ
ক) কারেন্সি পেয়ার এর আচড়ন কেমন? 
     ১। দিনে কি পরিমান উঠানাম করে?
     ২। আকস্মিক বৃদ্ধি পায়? ধীরে বৃদ্ধি পায়? স্পাইক দেয কিনা?
খ) কারেন্সি পেয়ার এর খবর কি?
     ১) দুর্বল?
     ২) শক্তিশালী?
গ) সাধরণ মার্কেট ট্রেন্ড কোন দিকে?
    ১। উর্ধ্বমুখী
    ২। নিম্নমূখী
ঘ) বর্তমান প্রাইস কোনটির সংগে সম্পর্কযুক্ত?
    ১। আজকের উঠানামার সংগে?
    ২। গতদিনের উঠানামার সংগে?
    ৩।গত সপ্তাহের উঠানামার সংগে?
    ৪্ গত মাসের উঠানামার সংগে?
ঙ) ক্ষুদ্রতর টাইম ফ্রেমে উঠানামার গতি কোন দিকে?
    ১। বৃহত্তর টাইম ফ্রেমের গতির দিকে?
    ২। বৃহত্তর টাইম ফ্রেমের গতির বিপরীতে?