-
লস ছাড়া ট্রেডিং হয়না।
এটা সঠিক যে, লস ছাড়া ট্রেডিং হয়না। ৩০% রিক্সে একটা লস খেলে পরবর্তীতে আপনাকে আপনার মোট অ্যাকাউন্টের ৪২.৮৫% লাভ করতে হবে শুধুমাত্র পূর্ববর্তী ট্রেডের ৩০% লস রিকোভার করার জন্য। আর এরকম পর পর ৪ টা লসেই আপনার অ্যাকাউন্ট হাওয়া। তাই রিক্স নেওয়ার সময় ঐ রিক্স থেকে যে ড্রডাউন হবে সেটা রিকভার করার প্লান নিয়ে ট্রেড করতে হবে। অন্যথায় দীর্ঘমেয়াদে কখনো লাভবান হওয়া সম্ভব নয়।
-
আমাদের উচিত যখনই কোন ট্রেড ওপেন করি, যেন এসএল এবং প্রফিট ফিক্স করি, তাহলে আর লসে পড়তে হবে না বা কাউন্ট কোনদিন জিরো হবে না। অ্যাকাউন্ট যদি জিরো না হয় রিকভার করা সম্ভব। বেশিরভাগ সময় আমরা এসেল বা স্টোক লস কিভাবে দিতে হয় সেট করতে হয়, তা জানি না, বিধায় আমাদের অ্যাকাউন্ট জিরো হয়
-
আশাকরি আপনাদের কারো কাছেই ব্রেক ছাড়া গাড়ি চালানো টা নিরাপদ বলে মনে হয় না। তাই বলবো যদি ব্রেক ছাড়া গাড়ি চালানো নিরাপদ বলে মনে না হয়ে থাকে তাহলে stop-loss ছাড়া ট্রেড করাটাও কোনোভাবেই নিরাপদ না।কেননা যখন মার্কেট আমাদের বিপরীত দিকে যেতে থাকে তখন আমরা কেউ বলতে পারিনা যে এইটা সর্বোচ্চ কি পরিমাণ বিপরীত দিকে গিয়ে পুনরায় ফিরে আসবে।আর এসব ক্ষেত্রে যদি কখনও আমরা stop-loss ব্যবহার করা ছাড়া ট্রেড ওপেন করে থাকি এবং সেই ট্রেড যদি আমাদের বিপরীত দিকে যেতে শুরু করে পাশাপাশি আমাদের ব্যালেন্সের পরিমাণ যদি কম হয়ে থাকে তাহলে সম্পূর্ণ ব্যালেন্স লস করার মাধ্যমে অ্যাকাউন্ট জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য বলবো কখনোই স্টপ লস ব্যবহার করা ছাড়া ট্রেড করাটা আমাদের জন্য নিরাপদ হবে না।তাছাড়া stop-loss ব্যবহার করে ট্রেড করার মাধ্যমে আমরা যেমন দুশ্চিন্তা থেকে দূরে থাকতে পারি ঠিক তেমনি অ্যাকাউন্টকে অনাকাঙ্ক্ষিত লসের হাত থেকে রক্ষা করতে পারি।তাই বলব আমাদের উচিত হবে প্রত্যেকটা ট্রেড ওপেন করার সময় স্টপ লস ব্যবহার করে ট্রেড ওপেন করা।
-
লস/লোকসান ছাড়া কোন কাজে লাভ/সফলতা আসে না। যেমন আমরা যে কোন ব্যবসায় শুরু করিনা কেন সে ব্যবসায়ে লস করে আমরা বুঝতে পারি যে কি কারণে লস হয়েছে সে বিষয়ে পরবর্তীতে সমাধানের মাধ্যমে ব্যবসায়ে অন্য পদ্ধতি অবলম্বন করি। এভাবে আস্তে আস্তে নিজেদের দক্ষতাকে পুঁজি করে আমরা যেকোন ব্যবসায় নিজেদের লস কে লাভে পরিণত করতে পারি। ঠিক তেমনি ফরেক্স মার্কেটেও আমরা লস করতে করতে দক্ষতা অর্জন করে নিজেদের পরিশ্রমকে সফলতার দার প্রান্তে নিতে পারবো।
-
লস/লোকসান ছাড়া কোন কাজে লাভ/সফলতা আসে না। যেমন আমরা যে কোন ব্যবসায় শুরু করিনা কেন সে ব্যবসায়ে লস করে আমরা বুঝতে পারি যে কি কারণে লস হয়েছে সে বিষয়ে পরবর্তীতে সমাধানের মাধ্যমে ব্যবসায়ে অন্য পদ্ধতি অবলম্বন করি। এভাবে আস্তে আস্তে নিজেদের দক্ষতাকে পুঁজি করে আমরা যেকোন ব্যবসায় নিজেদের লস কে লাভে পরিণত করতে পারি। ঠিক তেমনি ফরেক্স মার্কেটেও আমরা লস করতে করতে দক্ষতা অর্জন করে নিজেদের পরিশ্রমকে সফলতার দার প্রান্তে নিতে পারবো।।
-
লোকসান ট্রেডিংয়ের একটি অন্তর্নিহিত অংশ। কোনো কৌশল বা ব্যবসায়ী লোকসান থেকে মুক্ত নয়। সফল ব্যবসায়ীরা ঝুঁকি ব্যবস্থাপনা কৌশলের মাধ্যমে লোকসান পরিচালনা করে এবং তাদের কাছ থেকে শিখে। একটি দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি বজায় রাখা এবং নিশ্চিত করা যে সময়ের সাথে সাথে লাভ ক্ষতির চেয়ে বেশি হবে তা ধারাবাহিক লাভ অর্জনের মূল চাবিকাঠি।
-
আমাদের উচিত যখনই কোন ট্রেড ওপেন করি, যেন এসএল এবং প্রফিট ফিক্স করি, তাহলে আর লসে পড়তে হবে না বা কাউন্ট কোনদিন জিরো হবে না। অ্যাকাউন্ট যদি জিরো না হয় রিকভার করা সম্ভব। বেশিরভাগ সময় আমরা এসেল বা স্টোক লস কিভাবে দিতে হয় সেট করতে হয়, তা জানি না, বিধায় আমাদের অ্যাকাউন্ট জিরো হয়।তাছাড়া stop-loss ব্যবহার করে ট্রেড করার মাধ্যমে আমরা যেমন দুশ্চিন্তা থেকে দূরে থাকতে পারি ঠিক তেমনি অ্যাকাউন্টকে অনাকাঙ্ক্ষিত লসের হাত থেকে রক্ষা করতে পারি।তাই বলব আমাদের উচিত হবে প্রত্যেকটা ট্রেড ওপেন করার সময় স্টপ লস ব্যবহার করে ট্রেড ওপেন করা।
-
মানুষ মাত্র ভূল করে। আপনি দক্ষ ট্রেড্রার হলেও সময় সাপেক্ষে ঝুঁকি নিতে পারেন। আর এই ঝুঁকি আপনার লসের কারন হতে পারে। তাই রিস্ক নিয়ে ট্রেড করা থেকে বিরত থাকুন। আর আপনার একাউন্ট এর ২০% লসে গেলে ট্রেড বন্ধ করে সেই দিন রেস্ট নিন। এতে আপনার নিজের জন্য উপকার হবে।
-
লোকসান ট্রেডিংয়ের একটি অন্তর্নিহিত অংশ। বাজারের অস্থিরতা, অপ্রত্যাশিত ঘটনা এবং ভুল সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে। ব্যবসায়ীদের উচিত ঝুঁকি পরিচালনা করা, বাস্তবসম্মত প্রত্যাশা সেট করা, ক্ষতি থেকে শিক্ষা নেওয়া এবং কৌশলগুলি পরিমার্জন করা। সফল ব্যবসায়ীরা ঝুঁকির ভারসাম্য বজায় রেখে এবং সর্বাধিক লাভের মাধ্যমে সামগ্রিক ইতিবাচক কর্মক্ষমতার উপর ফোকাস করে।