ইউয়ানের অস্থিরতায় চীনারা রপ্তানি আয় ধরে রাখছে ডলারে
চীনের মুদ্রা ইউয়ানের দাম কমে যেতে পারে—এই অনুমান থেকে অনেক চীনা কোম্পানি তাদের রপ্তানি আয় ডলারে ধরে রাখছে, আবার অনেকে নিজেদের ঝুঁকি কমাতে অন্যান্য পদক্ষেপ নিচ্ছে। কোম্পানির নির্বাহী, ব্যাংকার ও বিভিন্ন ডেটা বিশ্লেষণ করে বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে।
চীনের বেশ কয়েকজন ব্যাংকার রয়টার্সকে বলেন যে গ্রাহকেরা তাঁদের রপ্তানি আয় স্থানীয় মুদ্রায় পরিবর্তন করতে অনাগ্রহী। অন্যদিকে চলতি বছর এখন পর্যন্ত ৩০টির মতো বড় কোম্পানি ঝুঁকি কমাতে বিদেশি মুদ্রায় চুক্তি করার মতো ব্যবস্থা নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় যে চীনের বাণিজ্যিক ব্যাংকগুলোয় ডলারে রাখা আমানত ৩ হাজার ৪০০ কোটি ডলার বেড়ে ৮৮ হাজার ৭৮০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এটি একটি বড় পরিবর্তন, কারণ, গত বছরগুলোয় ডলারে রাখা আমানতের পরিমাণ কমছিল।
ব্যবসায়ীদের এই পদক্ষেপ অবশ্য ব্যাংকগুলোর পূর্বাভাসের সঙ্গে মিলছে না। ধারণা করা হয়েছিল ২০২৩ সালে ইউয়ান শক্তিশালী হবে। বাজারে এমন প্রত্যাশাও তৈরি হয়েছিল যে মার্কিন ডলারের দাম এ বছর কমবে। কিন্তু ডলারে আয় ধরে রাখার বিষয়টি সম্ভবত ইউয়ানের মূল্যমানের ক্ষেত্রে ভূমিকা রাখছে।
[IMG]http://forex-bangla.com/customavatars/460727130.jpg[/IMG]