পাইলটচালিত ফ্লাইং ট্যাক্সি উড্ডয়ন জাপানে
২০২৫ সালে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড এক্সপোকে সামনে রেখে পাইলটচালিত ফ্লাইং ট্যাক্সির উড্ডয়ন পরীক্ষা করেছে জাপান। কিয়োদো নিউজের তথ্যানুযায়ী, জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর ওসাকার ক্যাসল পার্কে ফ্লাইং ট্যাক্সিটির পরীক্ষা চালিয়েছে মারুবেনি করপোরেশন। যুক্তরাষ্ট্র নির্মিত ট্যাক্সিটি এক সিটযুক্ত। অর্থাৎ একজন পাইলট এতে আরোহণ করতে পারবেন। ২০২৫ সালের ১৮৪ দিনব্যাপী ইভেন্টের জন্য এ ধরনের ট্যাক্সি নিয়োজিত করা হবে। তবে এর আরোহী সক্ষমতা অন্তত পাঁচজন করার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। উড্ডয়ন পরীক্ষার সময় ট্যাক্সিটি মাটি থেকে সরাসরি শূন্যে উঠেছিল। এর ইঞ্জিন সক্রিয় হওয়ার প্রায় ১০ সেকেন্ড পরে একাধিক প্রপেলারের সাহায্যে উড্ডয়ন করে। এটি আট মিটার উঁচুতে উড়তে সক্ষম হয়। এর চালক হিসেবে ছিলেন মাসাতোশি কুমাগাই।
[IMG]http://forex-bangla.com/customavatars/819852784.png[/IMG]