নতুন গাড়ি বিক্রিতে জাপানকে ছাড়িয়ে ভারত
গত মার্চে শেষ হওয়া ২০২২ অর্থবছরে ভারতে নতুন গাড়ি বিক্রি হয়েছে ৪৮ লাখ ৫০ হাজার ইউনিট, যা গত অর্থবছরের তুলনায় ২৮ দশমিক ২ শতাংশ বেশি। এর মাধ্যমে বিশ্বের তৃতীয় বৃহৎ গাড়ি বাজার হিসেবে জাপানকে ছাড়িয়ে গেল ভারত। গত অর্থবছরে জাপানে গাড়ি বিক্রি হয়েছে ৪৩ লাখ ৯০ হাজার ইউনিট। ২০২২ অর্থবছরে বিক্রি হওয়া ৪৮ লাখ ৫০ হাজার ইউনিটের মধ্যে যাত্রীবাহী গাড়ি ছিল ৩৮ লাখ ৯০ হাজার। আগের বছরের তুলনায় যা ২৬ দশমিক ৭ শতাংশ বেশি। বাণিজ্যিক বাহন বিক্রি হয়েছে ৯ লাখ ৬২ হাজার ৪৬৮ ইউনিট, যা পূর্ববর্তী বছরের চেয়ে ৩৪ দশমিক ৩ শতাংশ বেড়েছে। যাত্রীবাহী গাড়ি বিক্রিতে শীর্ষে ছিল মারুতি সুজুকি ইন্ডিয়া। গত বছর ১৬ লাখ ১০ হাজার ইউনিট গাড়ি বিক্রি করেছে জাপানি গাড়িনির্মাতা সুজুকি মোটরের এ সাবসিডিয়ারি, যা ভারতে মোট যাত্রীবাহী গাড়ির ৪০ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক হুন্দাই মোটর যাদের গাড়ি বিক্রি হয়েছে ৫ লাখ ৬৭ হাজার ৫৪৬ ইউনিট। তৃতীয় স্থানে থাকা ভারতীয় কোম্পানি টাটা মোটরসের গাড়ি বিক্রি হয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৩৯১।
[IMG]http://forex-bangla.com/customavatars/2115888161.png[/IMG]