1 Attachment(s)
তেলের গাড়ির দিন ফুরিয়ে আসছে
সারা বিশ্বেই পরিবেশবান্ধব ইলেকট্রিক বা বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ছে। বাংলাদেশকেও ব্যাপকভাবে এ ধরনের গাড়ি ব্যবহারের পথে যেতে হবে। কারণ, বৈদ্যুতিক গাড়ি জ্বালানি–সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়া ও জনস্বাস্থ্য রক্ষায় ইলেকট্রিক গাড়ি আমদানিতে সম্পূর্ণ শুল্ক ছাড় জরুরি। কিন্তু এ ব্যাপারে বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি রয়েছে। শুল্ক–কর সমস্যাই এখানে বড় বিষয়। সমস্যা মানে শুল্ক–কর এখানে বেশি। জ্বালানি তেলে চালিত গাড়ির দিন ফুরিয়ে আসছে। উন্নত দেশগুলোতে ২০৩৫ সালের পর জ্বালানি তেলে চালিত গাড়ি আর চলবে না। জ্বালানি তেলের চেয়ে ইলেকট্রিক গাড়িতে চার গুণ বেশি জ্বালানি সাশ্রয় হবে। এখন যে বৈদেশিক মুদ্রার চাপে রয়েছে বাংলাদেশ, সেটিও কমবে।
[ATTACH=CONFIG]19425[/ATTACH]